বাংলা নিউজ > ঘরে বাইরে > Chinese Space Mission: মহাকাশ গবেষণার ক্ষেত্রে মাইলস্টোনের দোরগোড়ায় চিন! দেশে ফিরলেন ৩ মহাকাশ্চারী

Chinese Space Mission: মহাকাশ গবেষণার ক্ষেত্রে মাইলস্টোনের দোরগোড়ায় চিন! দেশে ফিরলেন ৩ মহাকাশ্চারী

ফিরলেন চিনের মহাকাশ্চারীরা

চিনের মহাকাশ্চারী লিউ ইয়াং, চেন ডং ও কাই জুরা সদ্য নেমেছেন চিনের নর্দান মরুভূমিতে। উল্লেখ্য, উত্তর চিনের গোবি মরুভূমিতে সদ্য অবতরণ করে ওই মহাকাশ্চারীদের ক্যাপসুল। সেদেশের স্থানীয় সময় ৮.১০ মিনিট নাগাদ ওই ক্যাপসুল অবতরণ করে বলে জানিয়েছে চিন সেন্ট্রাল টেলিভিশন।

মহাকাশ গবেষণা নিয়ে আরও এক মাইলস্টোন ছুঁয়ে ফেলল চিন। সদ্য চিনের উত্তরের মরুভূমিতে পা রেখেছেন সেদেশের তিনজন মহাকাশ্চারী। গত ছয় মাস ধরে তাঁরা তিয়াংগং স্পেস স্টেশনের স্বপ্নের মিশনে ছিলেন। তারপর সদ্য তাঁরা ফিরেছেন। উল্লেখ্য, তিয়াংগং স্পেস স্টেশন নির্মাণ সেদেশের অন্যতম একটি স্বপ্নের লক্ষ্যপথ মহাকাশ গবেষণার ক্ষেত্রে।

উল্লেখ্য, চিনের মহাকাশ্চারী লিউ ইয়াং, চেন ডং ও কাই জুরা সদ্য নেমেছেন চিনের নর্দান মরুভূমিতে। উল্লেখ্য, উত্তর চিনের গোবি মরুভূমিতে সদ্য অবতরণ করে ওই মহাকাশ্চারীদের ক্যাপসুল। সেদেশের স্থানীয় সময় ৮.১০ মিনিট নাগাদ ওই ক্যাপসুল অবতরণ করে বলে জানিয়েছে চিন সেন্ট্রাল টেলিভিশন। উল্লেখ্য, বৈজ্ঞানিক দিক থেকে এই মহাকাশযান যতটা চিনের গবেষণার আঙিনায় তাৎপর্যবাহী ততটাই তা বিশ্ব কূটনীতির নিরিখেও বেশ তাৎপর্য ধরে রাখে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো দেশ যেখানে মহাকাশ গবেষণার ক্ষেত্রে দেশকে ক্রমই পোক্ত করেছে, সেখানে চিনও শক্তিধর দেশের তালিকায় থেকে এই মহাকাশ গবেষণার নিরিখে তিয়াংগং স্পেস স্টেশনকে সাফল্য এনে দিতে চাইছে। 

উল্লেখ্য, এই তিন মহাকাশ্চারীরা যখন স্পেশ স্টেশনের কাজে মিশনে ছিলেন, তখন চিনের আরও তিন জন মহাকাশ্চারী শেনজু ১৫ মিশনে মহাকাশের উদ্দেশে ৬ মাসের জন্য রওনা হন। এই প্রথম চিনে একসঙ্গে ৬ জন মহাকাশ্চারী ছিলেন মহাকাশের সফরে। সবমিলিয়ে আপাতত তিয়াংগং স্পেস স্টেশনের নির্মাণ কাজ তৃতীয় পর্যায়ে রয়েছে। আর তা নিয়ে আশাবাদী চিন। এই পর্যায়টিই ওই স্পেস স্টেশন নির্মাণের ক্ষেত্রে শেষ পর্যায়। ফলে আশায় বুক বাঁধছে চিমের মহাকাশ বিজ্ঞান ক্ষেত্র।

 

 

 

 

 

 

বন্ধ করুন