বাংলা নিউজ > ঘরে বাইরে > তিব্বতে নতুন রেলপথ গড়ছে চিন, ২০২১ সালে পৌঁছবে অরুণাচলের চৌকাঠে

তিব্বতে নতুন রেলপথ গড়ছে চিন, ২০২১ সালে পৌঁছবে অরুণাচলের চৌকাঠে

লাসা-নিইয়িংচি রেলপথের ৭৫ শতাংশই সেতু ও সুড়ঙ্গের সাহায্যে তৈরি হয়েছে।

অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিমি দূরে তিব্বতে ইয়ারলাং সাংপো নদের উপরে গুরত্বপূর্ণ রেলসেতু তৈরির কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করছে চিন।

অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিমি দূরে তিব্বতে ইয়ারলাং সাংপো নদের উপরে গুরত্বপূর্ণ রেলসেতু তৈরির কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করছে চিন। এই নদই পরে ভারতে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদ হিসেবে পরিচিত হয়েছে।

ভারত সীমান্ত সংলগ্ন অঞ্চলে পরিকাঠামো মজবুত করতে বিশেষ উদ্যোগী হয়েছে বেজিং। বিশেষ করে তিব্বত সংলগ্ন অরুণাচল প্রদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বিনিয়োগ করার পরিকল্পনা করেছে চিন সরকার।

গতকাল শনিবার ইয়ারলাং সাংপো নদের উপরে রেলসেতু নির্মাণ সেই পরিকল্পনারই অংশ। জানা গিয়েছে, সেতুর এক বড় অংশের নির্মাণ ইতিমধ্যে সম্পূর্ণ করেছে  চিন সরকারের অধীনস্থ কিছু সংস্থা। দক্ষিণ-পশ্চিম চিনের টিবেট অটোনমাস রিজিয়ন-এর (TAR) নিয়িইংচির সঙ্গে চিন অধিকৃত তিব্বতের রাজধানী লাসার সংযোগ স্থাপনে নির্মীয়মান ৪৩৫ কিমি দীর্ঘ রেলপথের গুরুত্বপূর্ণ অংশ পাহাড়ের মাঝে থাকা এই ৫২৫ মিটার লম্বা ডবল লেন সেতু। 

বিশেষজ্ঞদের দাবি, সম্পূর্ণ হয়ে গেলে এই রেলপথ অসামরিক ও সামরিক দুই ক্ষেত্রেই ব্যবহার করা হতে পারে। মনে করা হচ্ছে, এই রেলপথ অরুণাচল প্রদেশ সীমান্ত পার করে চিনের দাবি করা দক্ষিণ তিব্বত অঞ্চল পর্যন্ত পৌঁছবে। 

গত ৭ এপ্রিল চিনের সরকারি সংবাদমাধ্যম ঘোষণা করে, নির্মীয়মান রেলপথে থাকা ৪৭টি সুড়ঙ্গের শেষ দু’টির কাজ শেষ হয়েছে।

লাসা-নিইয়িংচি রেলপথের ৭৫ শতাংশই সেতু ও সুড়ঙ্গের সাহায্যে তৈরি হয়েছে। রেলপথের ৯০ শতাংশের বেশি তিব্বত সমতলভূমির উপর দিয়ে গিয়েছে। এই রেলপথের উচ্চতা সমুদ্রপৃষ্ঠের থেকে ১৫,০০০ ফিট। তিব্বতের প্রথম বৈদ্যুতিক রেলপথে ঘণ্টায় গড়ে ১৬০ কিমি বেগে ট্রেন দৌড়তে পারবে। 

২০১৪ সালের শেষ থেকে ররেলপথ তৈরির কাজ শুরু করে চিন সরকারের অধীনস্থ একাধিক সংস্থার সম্মেলন। ২০২১ সাল থেকে এই পথে ট্রেন পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে বেজিংয়ের। পাশাপাশি, নিয়িইংচির সঙ্গে যোগাযোগের উদ্দেশে TAR অতিক্রম করে সড়ক সংযোগ ব্যবস্থাও তৈরি করে ফেলেছে চিন। ২০১৮ সাল থেকেই চালু হয়ে গিয়েচে লাসা-নিয়িইংচি যোগাযোগকারী ৪০৯ কিমি দীর্ঘ এক্সপ্রেসওয়ে। এই পথে ঘণ্টায় ৮০ কিমি বেগে চললে মাত্র ৫ ঘণ্টায় লাসা থেকে নিয়িইংচি পৌঁছানো যায়। 

একই সঙ্গে ২০১৯ সালের শেষে নিয়িইংচি এলাকায় ৫টি বিমানবন্দরও তৈরি হয়েছে। ১০১টি রুটে এই অঞ্চলে উড়ান পরিষেবা দিচ্ছে ১১টি সংস্থা। 

এ ছাড়া, অরুণাচল সংলগ্ন প্রান্তিক সীমান্তবর্তী অঞ্চলে যাযাবর গোত্রের তিব্বতি মেষপালকদের পাকাপাকি বসবাসের বিষয়ে বিশেষ পরিকল্পনা করেছে চিন সরকার। 

মাত্র দুই সপ্তাহ আগে নিয়িইংচির পরিকাঠামো, জনসেবা ও পর্যটন উন্নয়নে ২৬টি নির্মাণ সংস্থা কাজ শুরু করেছে। প্রকল্পের খরচ জোগাচ্ছে দক্ষিণ চিনের শিল্পসমৃদ্ধ গুয়াংডং প্রদেশ। ২০২০ সালে এই অঞ্চলে ৫১টি প্রকল্পের পরিকল্পনা কতরেছে গুয়াংডং প্রশাসন। 

ঘরে বাইরে খবর

Latest News

মামলা করতেই বাড়ল নম্বর, মাধ্যমিকের মেধাতালিকায় উঠল নাম, এতদিন কী করছিল পর্ষদ? কাজিরাঙা লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য প্রথম দফায় নিশীথ সহ ৯ কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য পরীক্ষা! দৌড়ে ২ প্রাক্তন CM অভিনয় নয় গান, নিজের মাতৃভাষায় জমিয়ে গাইলেন 'পাঞ্জাবি কুড়ি' পরিণীতি অধীরকে 'গো ব্যাক স্লোগান', মেজাজ হারিয়ে ধাক্কা..! যা ঘটল দেখুন ভিডিয়োয় একদিকে ভোট, তার উপর IPL,এই বাজারে কী হাল রচনার দিদি নম্বর ১ আর সৌরভের দাদাগিরি-র ডিব্রুগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য Video: রঙ পাল্টে আকাশ যেন সবুজ! প্রবল ঝড়, বৃষ্টির পর দুবাইতে বিরল দৃশ্য আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা আগামিকাল ৩ শুভ যোগে কামদা একাদশী, জেনে নিন পুজো ও ব্রত পারণের সঠিক সময়

Latest IPL News

আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.