বাংলা নিউজ > ঘরে বাইরে > ধরা পড়ার ভয়! গালওয়ানে মৃত ফৌজিদের পরিবারকে শেষকৃত্যে নিষেধাজ্ঞা চিনের : রিপোর্ট

ধরা পড়ার ভয়! গালওয়ানে মৃত ফৌজিদের পরিবারকে শেষকৃত্যে নিষেধাজ্ঞা চিনের : রিপোর্ট

গালওয়ানে মৃত ফৌজিদের পরিবারকে শেষকৃত্যে নিষেধাজ্ঞা চিনের (ছবিটি প্রতীকী ,সৌজন্য পিটিআই)

মার্কিন গোয়েন্দা সূত্রের অবশ্য বক্তব্য, গালওয়ানে বর্বরের মতো হামলা চালিয়েও আদতে যে চিনা ফৌজিরাই মার খেয়ে ফিরেছে, তা লুকানোর জন্য বেজিংয়ের এই প্রয়াস।

দেশের জন্য ফৌজি মারা গিয়েছে তো কী? শেষকৃত্য করলে তো বিশ্বের সামনে ধরা পড়ে যেতে হবে। বোঝা যাবে, মৃতের সংখ্যা। সেজন্য গালওয়ান সংঘর্ষে মৃত চিনা ফৌজিদের শেষকৃত্য না করার জন্য পরিবারের উপর চাপ তৈরি করছে চিনা প্রশাসন। শোকজ্ঞাপনের অনুষ্ঠান তো দূর অস্ত। মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্রের খবরের ভিত্তিতে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষে মৃত্যু হয়ে ২০ ভারতীয় জওয়ানের। কিন্তু প্রত্যাশা মতোই চিনের তরফে হতাহতের সংখ্যা জানানো হয়নি। ভারত অবশ্য দাবি করেছে, সংঘর্ষে ৪৩ জন চিনা ফৌজি হতাহত হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, কমপক্ষে ৩৫ জন চিনা ফৌজির মৃত্যু হয়েছে। কিন্তু 'মারাত্মক ভুল' ধামাচাপা দিতে চিন প্রাণপণে চেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রে খবর।

মার্কিন গোয়েন্দা সূত্রের তরফে সেদেশের একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, রীতি মেনে গালওয়ানে মৃত ফৌজিদের শেষকৃত্য সম্পন্ন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে চিনা মন্ত্রক। আর শেষকৃত্যের কোনও অনুষ্ঠান বা শোকজ্ঞাপনের জন্য কোনও আয়োজনের সম্ভাবনা তো দূর-দূরান্ত দিয়ে খারিজ করে দেওয়া হয়েছে। 

যদিও সেই নির্দেশ একেবারেই হুঁশিয়ারি বা হুমকির সুরে দেওয়া হয়নি, বরং সরকারিভাবে করোনাভাইরাসের কারণ দর্শানো হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের অবশ্য বক্তব্য, গালওয়ানে বর্বরের মতো হামলা চালিয়েও আদতে যে চিনা ফৌজিরাই মার খেয়ে ফিরেছে, তা লুকানোর জন্য বেজিংয়ের এই প্রয়াস।

বন্ধ করুন