বাংলা নিউজ > ঘরে বাইরে > China: যুদ্ধ চালিয়ে জেতার জন্য প্রস্তুত হও, সেনাকে নির্দেশ চিনের প্রেসিডেন্টের

China: যুদ্ধ চালিয়ে জেতার জন্য প্রস্তুত হও, সেনাকে নির্দেশ চিনের প্রেসিডেন্টের

চিনের প্রেসিডেন্ট জি জিনপিং।.AP/PTI Photo (AP)

চিনের প্রেসিডেন্ট জানিয়েছেন, চিনের জাতীয় সুরক্ষার স্থিতাবস্থা নষ্ট হচ্ছে। অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। সরকারি নিউজ এজেন্সি জিনহুয়াতে এমনটাই উল্লেখ করা হয়েছে।

সুতীর্থ পত্রনবীশ

স্থিতাবস্থা নষ্ট হচ্ছে ক্রমশ। অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যুদ্ধ করে জয় করার মতো শক্তি অর্জন করুন। বেজিংয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে দেখা করে মঙ্গলবার কার্যত এভাবে সতর্ক করলেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। বেজিংয়ে সেন্ট্রাল মিলিটারি কমিশনের জয়েন্ট অপারেশনস কমান্ড সেন্টারে পরিদর্শনের সময় ঠিক কী বলেছেন প্রেসিডেন্ট জি জিনপিং?

সূত্রের খবর, তিনি জানিয়েছেন, গোটা সামরিক শক্তির উচিত সর্বশক্তি দিয়ে দ্রুততার সঙ্গে কাজ করা। যুদ্ধ করা ও জয় করার মতো শক্তি অর্জন করা। মিশনকে সফল করতে হবে। এটাই নতুন যুগের কাজ। জানিয়েছেন তিনি।

এদিকে কমিউনিস্ট পার্টি অফ চায়নার জেনারেল সেক্রেটারির পদে বসার পরে এটিই ছিল জয়েন্ট অপারেশন কমান্ডের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। তিনি সেন্ট্রাল মিলিটারি কমিশনেরও চেয়ারম্যান। গত মাসে কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেসে তিনি এই পদে মনোনীত হয়েছিলেন।

তিনি জানিয়েছেন, চিনের জাতীয় সুরক্ষার স্থিতাবস্থা নষ্ট হচ্ছে। অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। সরকারি নিউজ এজেন্সি জিনহুয়াতে এমনটাই উল্লেখ করা হয়েছে।

তবে চিনের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে ঠিক কী সমস্যা হয়েছে সেব্যাপারে প্রেসিডেন্টের তরফে বিশেষ কিছু জানানো হয়নি। পাশাপাশি চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনের প্রেসিডেন্ট ফোর্সকে নির্দেশ দিয়েছেন যাতে জাতীয় সার্বভৌমত্ব, সুরক্ষা ও উন্নয়নের স্বার্থে কাজ করা হয়। প্রসঙ্গত সীমান্তের ক্ষেত্রে চিন ও ভারতের মধ্যে দীর্ঘকালীন সমস্যা এখনও পুরোপুরি মেটেনি। নানা সমস্যা টিকে আছে এখনও।

 

বন্ধ করুন