বাংলা নিউজ > ঘরে বাইরে > প্যাংগংয়ে প্রতিহত হল লাল ফৌজ, প্যাঁচে পড়ে ‘কঠোরভাবে’ নিয়ম মেনে চলার দাবি চিনের

প্যাংগংয়ে প্রতিহত হল লাল ফৌজ, প্যাঁচে পড়ে ‘কঠোরভাবে’ নিয়ম মেনে চলার দাবি চিনের

চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান (ফাইল ছবি, সৌজন্য টুইটার @MFA_China)

তাদের দাবি, ‘কঠোরভাবে’ প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে চিনা সেনা।

প্যাংগং সো লেকের কাছে ‘প্ররোচনামূলক সামরিক গতিবিধির’ চেষ্টা করেও ভারতীয় সেনার কাছে আটকে যেতে হয়েছিল। ভারতের সেই বিবৃতির পর চিনের তরফে দাবি করা হল, ‘কঠোরভাবে’ প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে চিনা সেনা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিনের বিদেশ মন্ত্রক দাবি করে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করার নাকি চেষ্টাই করেনি পিপলস লিবারেশন আর্মির ফৌজিরা (পিএলএ)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘চিনা সীমান্ত বাহিনী সর্বদা কঠোরভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে। ওরা কখনও নিয়ন্ত্রণরেখা টপকায়নি। সেখানকার পরিস্থিতি নিয়ে দু'পক্ষে সীমান্ত বাহিনীর মধ্যে যোগাযোগ রয়েছে।’ 

ভারতীয় সেনা জানায়, গত ২৯-৩০ অগস্টের মধ্যবর্তী রাতে চিনের আগ্রাসী চেষ্টার বিষয়টি নিয়ে চুশুলে বৈঠকে বসেছে দু'পক্ষ। যদিও তা নিয়ে বেজিংয়ের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। লিজিয়ান বলেন, ‘আমি বলেছি যে কূটনৈতিক ও সামরিক স্তরে দু'পক্ষ যোগাযোগ রেখে চলেছে। যদি কোনও নির্দিষ্ট বৈঠক ও আলোচনা থাকে তাহলে আমরা তা নির্দিষ্ট সময়ে তা প্রকাশ করব।’

সোমবার সকালে ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পূর্ব লাদাখের সীমান্ত বিবাদ ঘিরে সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনায় দু'দেশ যে ঐক্যমতে পৌঁছেছিল, গত শনিবার-রবিবার অর্থাৎ ২৯-৩০ অগস্টের মধ্যবর্তী রাতে তা লঙ্ঘন করেছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। সীমান্তের অবস্থা পরিবর্তনের জন্য চিনা সেনা 'প্ররোচনামূলক সামরিক গতিবিধি' চালিয়েছে বলে জানান সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ।

যদিও ভারতীয় জওয়ানদের তৎপরতা এবং সতর্কতায় চিনের সেই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সেনা। বিবৃতিতে বলা হয়, ‘প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী, আমাদের অবস্থান শক্তিশালী করতে পদক্ষেপ করেছে এবং সীমান্তে একতরফাভাবে তথ্য পরিবর্তনের যে উদ্দেশ্য ছিল চিনের, তা আটকে দিয়েছে।’

তবে চিনের এই গা-জোয়ারি পদক্ষেপ যে ভারত মেনে নেবে না, তা স্পষ্ট করে দিয়েছে সেনা। বলা হয়, ‘আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় সেনা। কিন্তু নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রেও (সেনা) সমানভাবে বদ্ধপরিকর।’

অথচ মাত্র দু'দিন আগে চিনা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয় যে ‘দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহৎ ছবি’ দেখা উচিত ভারতের। একইসঙ্গে ‘সাধারণ’ পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার মজবুত পদক্ষেপ ফেলার বার্তা দিয়েছিল বেজিং। আর তারপরই নিজেদের ‘সাধারণ’-এর দৃষ্টান্ত পেশ করল শি জিনপিংয়ের দেশ।

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.