সম্প্রতি লাদাখ সংঘাতের মাঝেই চিনের তরফে অরুণাচলপ্রদেশের কাছে জনবসতি নির্মাণ করা হয়েছিল। আর তারপর একমাস আগেই অরুণাচলপ্রদেশ সীমান্তের একদম কাছে পৌঁছে গল চিনা বুলেট ট্রেনের লাইন। এর ফলে এবার তিব্বতের রাজধানী লাসা থেকে ভারত সীমান্তের কাছে অবস্থিত চিনা শহর নিনচি পৌঁছতে লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। এই ট্রেন পরিষেবা সীমান্তে সেনা পরিবহণ করতেই চালু করা হয়েছে বলে জানা গিয়েছে।
সিচুয়ান-তিব্বত রেল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জুলাই মাসে তিব্বত গিয়েছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনিং স্বয়ং। আর এরই মধ্যে এই ট্রেন ব্যবহার করে সেনা পরিবহণ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। গত ২৫ জুন লাসা-নিনচি রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। তার কয়েক দিনের মধ্যেই সামনে এল বুলেট ট্রেনের মাধ্যমে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে সেনা পৌঁছনোর বন্দোবস্ত করছে চিন।
লাসা-নিনচি রেল লাইনটি ৪৩৫ কিলোমিটার লম্বা। এই লাইন ধরে বুলেট ট্রেন গড়ে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে। এই প্রকল্পের ৯০ শতাংশের বেশি লাইন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার বা তার বেশি উচ্চতায়। এই পুরো লাইনটি বিদ্যুত দ্বারা পরিচালিত হবে। এই প্রকল্পটি ছাড়াও তিব্বত জুড়ে আরও বেশ কয়েকটি রেল প্রকল্পের ছক কষেছে বেজিং।