বাংলা নিউজ > ঘরে বাইরে > China: কোভিড ভ্যাকসিন বাধ্যতামূলক হবে? জনতার চাপে কিছুটা পিছু হঠছে চিন

China: কোভিড ভ্যাকসিন বাধ্যতামূলক হবে? জনতার চাপে কিছুটা পিছু হঠছে চিন

কোভিড নিয়ে স্থানীয়স্তরে উদ্বেগ রয়েছে চিনে। (Photo by AFP) / China OUT (AFP)

ভ্যাকসিন বাধ্যতামূলক করা নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে চিনের টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে নানা সমালোচনার ঝড় ওঠে। বেজিংয়ের এক থিয়েটার কর্মী সাফ জানিয়ে দিয়েছিলেন, এই আইনটা একেবারে অদ্ভূত।

সুতীর্থ পত্রনবীশ

ভিড়ের জায়গায় কেবলমাত্র ভ্য়াকসিন নেওয়া লোকজনই যেতে পারবেন। এই সিদ্ধান্ত থেকে অবশেষে পিছু হঠল চিন সরকার। মূলত জনতার চাপেই এবার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হল বেজিং। বলা হয়েছিল মিউজিয়াম, সিনেমা হল, আর্ট গ্যালারি, স্পোর্টস গ্রাউন্ডে কেবলমাত্র ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই উপস্থিত থাকতে পারবেন। রেস্তরাঁ ও পাবলিক ট্রান্সপোর্ট এই নিয়মের বাইরে রাখা হয়েছিল।

তবে বৃহস্পতিবার রাতে সিটি গভর্নমেন্ট এই নিয়মকে প্রত্যাহার করে নেয়। তবে কেন সেই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হল এনিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি।

চিনের দৈনিক সংবাদপত্রে এক আধিকারিক জানিয়েছেন,বেজিংয়ের লোকজন যেকোনও পাবলিক প্লেসে যেতে পারবেন। তবে এর সঙ্গেই উল্লেখ করা হয়েছে,  সাধারণ মানুষ ভ্যাকসিন না নেওয়ার স্বাধীনতা রয়েছে। তবে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে আমরা সকলকে উৎসাহ দিচ্ছি। তিন বছরের উর্ধে সকলকে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে।

এদিকে ভ্যাকসিন বাধ্যতামূলক করা নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে চিনের টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে নানা সমালোচনার ঝড় ওঠে। বেজিংয়ের এক থিয়েটার কর্মী সাফ জানিয়ে দিয়েছিলেন, এই আইনটা একেবারে অদ্ভূত। এদিকে স্থানীয় স্তরে অবশ্য চিনের বিভিন্ন এলাকাতেই নতুন করে কোভিড ছড়াচ্ছে।

বন্ধ করুন