বাংলা নিউজ > ঘরে বাইরে > China-returnee tested positive for Covid-19: করোনায় আক্রান্ত চিন ফেরত ব্যক্তি, ওমিক্রন BF.7 নয় তো? গেল পরীক্ষায়

China-returnee tested positive for Covid-19: করোনায় আক্রান্ত চিন ফেরত ব্যক্তি, ওমিক্রন BF.7 নয় তো? গেল পরীক্ষায়

আগ্রায় চলছে করোনা পরীক্ষা। (ছবি সৌজন্যে এএনআই)

China-returnee tested positive for Covid-19: গত শুক্রবার (২৩ ডিসেম্বর) চিন থেকে দিল্লি হয়ে আগ্রায় ফিরেছেন ওই ব্যক্তি। তারপর একটি বেসরকারি ল্যাবে তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ এসেছে

চিন থেকে আসা এক ব্যক্তির করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতেই নিভৃতবাসে আছেন তিনি। এমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের আগ্রার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণ শ্রীবাস্তব। তাঁর দাবি, দু'দিন আগে চিন থেকে ফিরেছেন ওই ব্যক্তি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য লখনউয়ে ওই ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে।

আগ্রার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) চিন থেকে দিল্লি হয়ে আগ্রায় ফিরেছেন ওই ব্যক্তি। তারপর একটি বেসরকারি ল্যাবে তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান আগ্রার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, ‘(শাহগঞ্জে) নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির পরিবারের সদস্য এবং তাঁর সংস্পর্শে আসা লোকজনকেও করোনা পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতরের দল।’

জেলার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, গত ২৫ নভেম্বরের পর আগ্রায় প্রথমবার কোনও করোনা আক্রান্তের হদিশ মিলেছে। শুধু তাই নয়, জেলায় একমাত্র সক্রিয় আক্রান্ত হলেন ওই ব্যক্তি। যিনি চিনে কাজ করেন। ছুটিতে আগ্রায় ফেরেন। আপাতত তাঁর কোনও উপসর্গ নেই। তাঁর নমুনা লখনউয়ে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। তারপরেই বোঝা যাবে যে ওই ব্যক্তি আদৌও ওমিক্রন বিএফ সেভেন ৭ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন কিনা। যে সাব-ভ্যারিয়েন্টে জেরে চিনে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: Covid-19 Risk in India: চিনে নতুন করে বাড়ছে কোভিড, ভারতে ভয় কতটা? বললেন AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর

যদিও ভারতের বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন বিএফ সেভেন ৭ সাব-ভ্যারিয়েন্টে চিন বিপর্যস্ত হলেও ভারতে সেভাবে প্রভাব ফেলতে পারবে না। বিষয়টি নিয়ে এইমসের প্রাক্তন অধিকর্তা রণদীপ গুলেরিয়া জানান, করোনার সংক্রমণ এবং করোনার টিকার ফলে ভারতীয়দের শরীরে 'হাইব্রিড ইমিউনিটি' গড়ে উঠেছে। যে টিকা প্রদান করা হয়েছে, সেই টিকার মান অত্যন্ত ভালো। সঙ্গে নিজেদের শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। ফলে ওমিক্রন বিএফ.৭ ভারতে তেমন প্রভাব ফেলতে পারবে না।

মহামারী বিশেষজ্ঞ চন্দ্রকান্ত লাহারিয়া জানিয়েছেন, ভারতে ওমিক্রনের প্রায় ২৫০ ধরনের ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। শুধু তাই নয়, গুজরাটের তথ্য অনুযায়ী, গত অক্টোবরেই ভারতে ওমিক্রন বিএফ সেভেন ৭ সাব-ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। সুরাটের পুর কমিশনার জানিয়েছেন, আমেরিকা থেকে আসা এক মহিলা শরীরে বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল। বাড়িতেই নিভৃতবাসে কাটানোর জন্য সুস্থও হয়ে উঠেছেন। তাৎপর্যপূর্ণভাবে অক্টোবর মাসটা পুরো উৎসবের মাস ছিল।

আরও পড়ুন: Covid-19 review meeting in India: চিনে বাড়ছে করোনা! ভিড়ের মধ্যে মাস্ক পরা ও বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ কেন্দ্রের

তবে তারইমধ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে ভারত সরকার। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর টেস্টের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে ভিড়ের জায়গায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের জোগান নিয়ে পদক্ষেপ করা হচ্ছে।

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.