রেজাউল এইচ লস্কর
আমেরিকার হাউজ স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের পরেই চোখ রাঙাতে শুরু করেছে চিন। এবার তারই জবাব দিলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী যোশেফ ইউ। তিনি তাইপেইতে একটি সাংবাদিক সম্মেলেন জানিয়েছেন, পেলোসির সফরের পরেই চিন আকাশপথে ও জলপথে মহড়া শুরু করেছে। এটা তাইওয়ানের উপর আগ্রাসনের একটি অঙ্গ।
এদিকে চিন ক্রমাগত আকাশ ও সমুদ্রপথে মহড়া চালিয়ে যাচ্ছে। এমনকী চিনের যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান তাইওয়ান ও মেইনল্যান্ডের মধ্যে সীমারেখাও লঙ্ঘন করে ফেলেছে বলে খবর। এদিকে চিনের এই অভিযান সম্পর্কে তাইওয়ানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, তাইওয়ানের প্রতি আগ্রাসনের জন্যই এসব করছে চিন। এই মহড়া দেখে এটা পরিষ্কার যে তাইওয়ানের প্রতি চিনের জিওস্ট্র্যাটেজিক উচ্চাকাঙ্খা ঠিক কী। চিনের আসল লক্ষ্য যে এই সামরিক মহড়ার মাধ্য়মে তাইওয়ান ও সামগ্রিক এলাকার Status quo টাকে বদলে ফেলা।
তবে এখন চিন শুধু তাইওয়ানের কথা বললেও ওদের আসল লক্ষ্য আরও বিস্তৃত। তাইওয়ানের প্রতি চিনের ব্যবহার শুধু একটি উপলক্ষ্য। আসলে ওরা তাইওয়ানের বাইরেও কিছু চাইছে। এই কায়েমি স্বার্থের বিরুদ্ধে সমস্ত স্বাধীনতাকামী দেশের একযোগে কাজ করা দরকার। দাবি তাইওয়ানের বিদেশমন্ত্রী।
তাঁর দাবি ,চিনের প্রভাব এবার দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এমনকী ল্যাটিন আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। চিনের এই আগ্রামী মনোভাবের নানা নজির তিনি হাজির করেন। তবে ভারত অবশ্য় তাইওয়ান প্রসঙ্গে এখনও নীরব অবস্থানই নিচ্ছে।