বাংলা নিউজ > ঘরে বাইরে > চূড়ান্ত গোপনীয়তা রেখে দিল্লিতে চিনা বিদেশমন্ত্রী, ডোভালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

চূড়ান্ত গোপনীয়তা রেখে দিল্লিতে চিনা বিদেশমন্ত্রী, ডোভালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

নয়াদিল্লিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। (ছবি সৌজন্যে এএনআই)

২০২০ সালে এপ্রিল-মে'তে লাদাখ সীমান্তে সংঘাত শুরুর পর এই প্রথম ভারতে এলেন চিনের কোনও শীর্ষ নেতা।

চূড়ান্ত গোপনীয়তার মধ্যে বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছালেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। যে সফর নিয়ে মুখে কুলুপ এঁটেছে ভারত এবং চিন। তারইমধ্যে শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে বৈঠক করবেন ওয়াং। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও ওয়াঙের বৈঠকের সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে কাবুল থেকে দিল্লিতে আসেন ওয়াং। বিমানবন্দরের বাইরে তাঁকে দেখা যায়। সূত্রের খবর, শুক্রবার জয়শংকরের সঙ্গে বৈঠক করবেন চিনা বিদেশমন্ত্রী। সকাল ১১ টায় সেই বৈঠক হবে। পাশাপাশি ডোভালের সঙ্গেও আলোচনায় বসতে পারে ওয়াং। তবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। লাদাখ সীমান্তে ভারত এবং চিনের সংঘাতের মধ্যে ডোভাল এবং ওয়াং দু'দেশের প্রতিনিধি ছিলেন। ২০২০ সালে এপ্রিল-মে'তে যে সংঘাত শুরুর পর এই প্রথম ভারতে এলেন চিনের কোনও শীর্ষ নেতা।

সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াং বৈঠকের চেষ্টা করেছিলেন। বেজিংয়ের তরফেও সেই চেষ্টা করা হয়েছিল। তবে তাতে কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা। আপাতত মোদীর সঙ্গে ওয়াঙের বৈঠকের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।

কাশ্মীর নিয়ে ওয়াংকে কড়া বার্তা

ভারতে আসার একদিন আগেই অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের বৈঠকে কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে চিনের বিদেশমন্ত্রীকে কড়া বার্তা দিয়েছে ভারত। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ‘(অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের) ভাষণে চিনের বিদেশমন্ত্রী ভারতকে নিয়ে যে অযাচিত প্রসঙ্গ উত্থাপন করেছে, তা খারিজ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সঙ্গে যে সকল বিষয়গুলি জড়িত আছে, তার পুরোটাই ভারতের অভ্যন্তরীণ বিষয়। চিন-সহ অন্য দেশের তা নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই। তাদের মনে রাখা উচিত যে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকে।’

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের বৈঠকে কাশ্মীর নিয়ে কী বলেছিলেন ওয়াং?বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত সেই বৈঠকে চিনা বিদেশমন্ত্রী বলেছিলেন, ‘কাশ্মীর নিয়ে আজও আমাদের অনেক ইসলামিক বন্ধুদের বক্তব্য শুনলাম। একই আশা করছে চিন।’ অর্থাৎ মুসলিম গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা যে মতপ্রকাশ করেছিলেন, তাতে ওয়াং সমর্থন জুগিয়েছেন বলে বক্তব্য কূটনৈতিক মহলের।

পরবর্তী খবর

Latest News

চালের জল ফেলে না দিয়ে গাছে দিন, দ্বিগুণ বড় ফুল পান সিরিয়াল থেকে বাদ পড়ে চোখে জল নিয়ে সেট ছাড়েন! 'অবসাদ' কাটিয়ে ফিরলেন নায়িকা হুগলি নদীতে চলবে এসি ফেরি, চলবে ব্যাটারিতে, ছুটবে হু হু করে… সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে চাইলে এই ৫ বীজ নিয়মিত খান ভিডিয়ো: ধোনির কথা মনে করালেন রিচা ঘোষ! ফাতিমার ক্যাচ নিয়ে সকলকে চমকে দিলেন ৫৮ বছরের ভাইজানের জন্য পাত্রী খুঁজছেন ‘পুকী বাবা’,কেমন বউ চাই? জানিয়ে দিলেন সলমন অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা করল ঘাসফুল শিবির মাত্র ৩৮এ মৃত্যু দক্ষিণী অভিনেতার মেয়ের, রাজেন্দ্র প্রসাদের বাড়িতে আল্লু অর্জুন শোন নদীতে তলিয়ে গেল একই আদিবাসী পরিবারের ৭ নাবালক, উদ্ধার ৫ দেহ শাহরুখ বা করণ নন, বলিউডে সবচেয়ে বড়লোক এই ব্যক্তি, সম্পত্তি ১০০ কোটির বেশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.