, উইঘুর মুসলিমদের গতিবিধি বুঝে নিতে নতুন স্পইওয়্যার রাখা হয়েছে উইঘুর ভাষার অ্যাপে। বহু সময়ই শোনা গিয়েছে যে, চিন উইঘুরদের গতিবিধি বুঝতে তাঁদের ফোন ট্যাপ করেছে ক্ষেত্রে বিশেষে, তাঁদের ব্যক্তিগত তথ্য বের করে নিয়েছে।
1/4চিনের উইঘুর মুসলিমদের নিয়ে বহু সময়ই নানান খবর উঠে এসেছে। তবে এমন এক খবর সম্প্রতি উঠে আসছে যা নিয়ে কার্যত চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে এশিয়ার রাজনীতিতে। সাইবার সিকিউরিটি রিসার্চররা বলছেন, উইঘুর ভাষায় নানান অ্যাপে রয়েছে চিনের স্পাইওয়্যার। যার দ্বারা ট্র্যাক করা হচ্ছে উইঘুর মুসলিমদের। (AFP)
2/4চিনের উত্তর পশ্চিম দিকে মূলত উইঘুর মুসলিমদের অবস্থান। জিনজিয়াং প্রভিন্সের তুরকিক গোষ্ঠীর মুসলিম তাঁরা। যে মুসলিম জমাদের উপর চিনের শি জিনপিং প্রশাসন প্রবল অত্যাচার চালাচ্ছে বলে সদ্য ইউএন রিপোর্টে এসেছে। এরপর জানা যাচ্ছে যে, উইঘুর মুসলিমদের গতিবিধি বুঝে নিতে নতুন স্পইওয়্যার রাখা হয়েছে উইঘুর ভাষার অ্যাপে। বহু সময়ই শোনা গিয়েছে যে, চিন উইঘুরদের গতিবিধি বুঝতে তাঁদের ফোন ট্যাপ করেছে ক্ষেত্রে বিশেষে, তাঁদের ব্যক্তিগত তথ্য বের করে নিয়েছে। (AFP)
3/4যে স্পাইওয়্যারের তথ্য বিশেষজ্ঞদের হাতে এসেছে, সেখানে দেখা যাচ্ছে , সংবেদনশীল বেশ কিছু তথ্য হ্যাকাররা ওই স্পাইওয়্যার দিয়ে হাতিয়ে নিচ্ছে। সেখান থেকে জানা যাচ্ছে, ব্যবহারকারী কখন কাকে ফোন করেছে। ব্যবহারকারী কোথায় রয়েছেন, কী কী ফটো তুলেছেন, এমনক তাঁর কল রেকর্ডও জানা যাচ্ছে। গবেষকরা মনে করছেন যে, চিনে বিচ্ছিন্নতাবাদ বা দঙ্গা রোখার জন্য এমন পদক্ষেপ নিয় থাকতে পারে শি জিনপিং সরকার। (Bay Ismoyo/Pool Photo via AP) (AFP)
4/4মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বহু চিনা নজরদারি মূলক ক্যামেরা উৎপাদক সংস্থাকে বিধির আওতায় রেখে দিয়েছে। সেই ক্যামেরা থেকে তথ্য সরবরাহের সন্দেহ বহু সময়ই উঠে এসেছে। এদিকে, ওয়াশিংটনে চিনা দূতাবাসের তরফে বলা হচ্ছে, ‘এমন অনুমানমূলক বিষয়কে আমরা নস্যাৎ করছি।’ তারা বলছে, ‘সমস্ত রকমের সাইবার অ্যাটাকের বিরোধী হল চিন। ’ (AP Photo/Ng Han Guan) (AFP)