বাংলা নিউজ > ঘরে বাইরে > পূর্ব লাদাখে ঢুকে পড়েছে যথেষ্ট সংখ্যক চিনা সেনা, স্বীকার করলেন রাজনাথ

পূর্ব লাদাখে ঢুকে পড়েছে যথেষ্ট সংখ্যক চিনা সেনা, স্বীকার করলেন রাজনাথ

ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নিয়ে এই প্রথম সরকারি তরফে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সমস্যার সমাধানে আগামী ৬ জুন চিন ও ভারতের শীর্ষ সামরিক আধিকারিকরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে চলেছেন।

পূর্ব লাদাখে ঢুকে পড়েছে চিনা সেনাবাহিনীর একাংশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে ভারত। মঙ্গলবার সংবাদসংস্থা CNN-News 18 কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

এ দিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ৬ জুন চিন ও ভারতের সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে চলেছেন। তবে নিজের অবস্থান থেকে কোনও মতেই সরবে না ভারত, জানিয়েছেন মন্ত্রী।

পূর্ব লাদাখের সংবেদনশীল অঞ্চল নিয়ে দুই পক্ষের মতবিরোধ সম্পর্কে রাজনাথের দাবি, ওই এলাকা নিজেদের বলে দাবি করেছে চিন, যা ভারতের মতে ভারতীয় ভূখণ্ডের অংশ।

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘বেশ কিছু সংখ্যক চিনা নাগরিক ওই এলাকায় ঢুকে পড়েছেন। ভারতের যা করা উচিত ছিল, তা-ই করেছে।’

প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমান্তের আসল নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে (LAC) চিনা অনুপ্রবেশ নিয়ে এই প্রথম সরকারি তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হল। সূত্রে খবর, লাদাখের গলওয়ান উপত্যকা ও প্যাংগং ৎসো সরোবরের তীরে যথেষ্ট পরিমাণে চিনা সৈন্য প্রবেশ করে শিবির গড়ে রয়েছে। 

এ দিন রাজনাথ বলেন, সমস্যা সমাধানের জন্য পরিস্থিতি নিয়ে চিনের গভীর বিবেচনা করা প্রয়োজন। 

গত প্রায় একমাস যাবত ভারতীয় ও চিনা সেনাবাহিনী পূর্ব লাদাখের পার্বত্য অঞ্চলে LAC বরাবর সংঘাতে লিপ্ত রয়েছে। দুই তরফেই একাধিক বার সামরিক ও কূটনৈতিক স্তরে এই নিয়ে আলোচনা হলেও সমাধান মেলেনি।

উল্লেখ্য, ২০১৭ সালে ডোকলামে ত্রিদেশীয় সীমান্তে এমনই সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত ও চিনের সেনাবাহিনী। তবে সেই বিতর্কের অবসান হয়েছিল কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে, জানিয়েছেন রাজনাথ। এবারও সেই পথেই শান্তি ফিরতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তবে তিনি জানাতে ভোলেননি যে, ‘ভারত কোনও দেশের অহঙ্কারে আঘাত করতে চায় না, আবার একই সঙ্গে নিজের গর্ব খর্ব করার কোনও প্রচেষ্টাকেও প্রশ্রয় দেয় না।’

এবারের বিতর্কের সূত্রপাত প্যাংগং ৎসো সরোবর ঘিরে নতুন সড়ক এবং গলওয়ান উপত্যকার ওপর দিয়ে দরবাক-শায়ক-দৌলত বেগ প্রাচীন সড়কের পুনর্নির্মাণে ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প কেন্দ্র করে। এই দুই সড়ক নির্মাণের বিরুদ্ধেই তীব্র আপত্তি জানায় বেজিং। আবার চিনও একটি ফিংগার রোড তৈরিতে হাত দিয়েছে, যা ভারত অনুমোদন করছে না। 

দুই পক্ষের সংঘাতের জেরে পূর্ব লাদাখে শক্তি বৃদ্ধির উদ্দেশে অতিরিক্ত বাহিনী, সামরিক যান ও প্রচুর অস্ত্র সম্ভার পাঠিয়েছে ভারতীয় সেনা। পালটা হিসেবে চিনও তার সেনা অবস্থান জোরদার করতে অনুরূপ পদক্ষেপ করেছে। এরই মাঝে গত ৫ মে সন্ধ্যায় প্রায় ২৫০ ভারত ও চিনা সৈন্য সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পরে লাদাখ পরিস্থিতি জটিলতর হয়ে দাঁড়ায়। পরের দিনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং বর্তমানেও ওই অঞ্চল উত্তপ্তই রয়েছে। এর পরে গত ৯ মে উত্তর সিকিমেও একই ঘটনা ঘটে। 

দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক যে দিকে এগোচ্ছে, তাতে যুদ্ধের আশঙ্কা তীব্রতর হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।  

ঘরে বাইরে খবর

Latest News

‘‌কংগ্রেস রাজপুত্রের জন্য খুঁজতে হবে আরও একটি নিরাপদ আসন’‌, কটাক্ষ মোদীর প্যান্ট নামিয়ে টোনড অ্যাবস ফ্লন্ট, ডায়েটে ঘি-এর সঙ্গে আর কী খান, জানালেন সাবা বার্ডফ্লু ভাইরাসের H5N1 স্ট্রেইন মিলল দুধে! উদ্বেগের পারদ চড়িয়ে জানাল WHO বৃহস্পতির বৃষ রাশিতে গমন, সংকট বাড়বে এই ৩ রাশির, হতে পারে আর্থিক ক্ষতি কংগ্রেসকেই ভোট দিন! বিজেপিতে যোগদান করার ১৯দিনের মধ্যেই ডিগবাজি খেলেন মেয়র কাকভোরে বিস্ফোরণ, উড়ে গেল গয়নার দোকানের শাটার, ভিতরে কী চলছিল? পরমব্রতকে বিয়ের ৫ মাস! ঝলক বেডরুমের, বিছানায় শুয়ে পিয়া, আদর খেলেন মন ভরে বেবি বাম্প আগলে রাজা-ঘরণী, দ্বিতীয়বার মা হচ্ছেন? HT Bangla-কে জানালেন মধুবনী আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের ভোটের প্রচারে 'দিদি'র গুণগান ঝাড়গ্রামের প্রার্থীর, মমতাকে নিয়ে বাঁধলেন গান!

Latest IPL News

আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.