বাংলা নিউজ > ঘরে বাইরে > '১৯৫৯ সালে দখল হয়েছিল অরুণাচলের জমি', LAC-তে চিনা গ্রাম নিয়ে সরকারি সূত্রের দাবি

'১৯৫৯ সালে দখল হয়েছিল অরুণাচলের জমি', LAC-তে চিনা গ্রাম নিয়ে সরকারি সূত্রের দাবি

অরুণাচলপ্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সজাগ সেনা (ছবি সৌজন্যে এএনআই) (ANI)

সম্প্রতি পেন্টাগনের রিপোর্টে অরুণাচলে চিনা গ্রামের উল্লেখ পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ১৯৫৯ সালে ‘লংজু অপারেশনে’ দখল হওয়া জমিতেই তৈরি হয়েছে নয়া চিনা এই গ্রাম। 

'১৯৫৯ সালে চিনের দখল করা জমিতে গ্রাম নির্মাণ হয়েছে।' অরুণাচলে চিনা গ্রাম ঘিরে বিতর্কের মাঝেই প্রতিক্ষা ক্ষেত্রের এক সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করল সংবাদ সংস্থা এএনআই। 'মার্কিন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অন মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং চায়না'-র এক রিপোর্টকে হাতিয়ার করে এর আগে কেন্দ্রকে তোপ দেগে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী দাবি করেছিলেন যে অরুণাচলে আস্ত গ্রাম তৈরি করেছে চিন। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনাও করেন।

সেই খবরের প্রেক্ষিতে সংবাদসংস্থা এএনআইকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন, 'লংজু ঘটনা নামে পরিচিত একটি অপারেশনের মাধ্যমে ১৯৫৯ সালে অসম রাইফেলসের পোস্টকে অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এসেছিল পিপলস লিবারেশন আর্মি। সেই সময় অরুণাচলপ্রদেশের সীমান্ত বরাবর এলাকা দখল করে তারা। সেই এলাকায় এই গ্রামটি তৈরি করেছে চিন।'

সম্প্রতি মার্কিন কংগ্রেসে জমা দেওয়া পেন্টাগনের রিপোর্টে বলা হয়, এলএসি পেরিয়ে অরুণাচলের ভিতরে ঢুকে এসেছে চিন। সেখানে মিগিতুন শহরের কাছে, সারি নদী বরাবর আস্ত গ্রাম গড়ে তুলেছে তারা। যাতায়াতের জন্য নদী বরাবর পাকা রাস্তাও তৈরি করা হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকা থেকে লোক এনে বসবাসও করাচ্ছে। প্রায় ১০০-র বেশি বাড়ি, এমনকি বহুতলও গড়ে তোলা হয়েছে ওই গ্রামে। সেখানে প্রশিক্ষিত চিনা বাহিনী এবং তাতে শামিল তিব্বতি যুবকদের মোতায়েন করা হয়েছে।

পেন্টাগনের রিপোর্ট উদ্ধৃত করে শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেছিলেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি বলেছিলেন, 'আমেরিকার কংগ্রেসে পেন্টাগন যে বার্ষিক রিপোর্ট জমা দিয়েছে, তাতে ভারতের জমি বেদখল হয়ে যাওয়ার দাবিতে সিলমোহর পড়েছে। ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, অরুণাচলপ্রদেশে সাড়ে ৪ কিলোমিটার ভিতরে আমাদের এলাকায় ঢুকে এসেছে চিন। সেখানে একটি গ্রাম গড়ে তুলেছে তারা। চিনের সাধারণ মানুষ যেমন সেখানে বাস করছেন। সেই গ্রামে নবনির্মিত বাড়িগুলিকে সেনা ছাউনি হিসেবেও ব্যবহার করা হচ্ছে।'

ঘরে বাইরে খবর

Latest News

নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.