বাংলা নিউজ > ঘরে বাইরে > বামে মোহভঙ্গ, সঙ্গী এবার তৃণমূল? জোট নিয়ে চিন্তন শিবিরে কী চিন্তা করল কংগ্রেস

বামে মোহভঙ্গ, সঙ্গী এবার তৃণমূল? জোট নিয়ে চিন্তন শিবিরে কী চিন্তা করল কংগ্রেস

২০২৪ সালের জোট ভবিষ্যত নিয়ে এই সভায় আলোচনা হয় কংগ্রেস নেতৃত্বের  (PTI)

Congress Chintan Shivir: আগামীর পথ নির্দেশনা স্থির করতে অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের চিন্তন শিবির। ২০২৪ সালের জোট ভবিষ্যত নিয়ে এই সভায় আলোচনা হয়। 

সৌভদ্র চট্টোপাধ্যায়

লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র দুই বছর। এই আবহে ঘর গোছাতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের নীল নকশা তৈরি করতে কংগ্রেস উদয়পুরে চিন্তন শিবিরের আয়োজন করে। সেখানেই কংগ্রেসের বহু নেতা ‘একলা চলো’ নীতির পক্ষে সওাল করেন। যেখানে কংগ্রেসকে জোট বেঁধে বিজেপিকে লড়ার পরামর্শ দিয়েছেন। অন্যান্য বিরোধী দলগুলিও বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে আগ্রহী। তবে অভিষেক মনু সিংভিদের মত আলাদা। লোকসভা নির্বাচনের জন্য আঞ্চলিক দলগুলির সাথে জোটের জন্য বিপুব সমর্থন দেখা গিয়েছে কংগ্রেসের চিন্তন শিবিরে। তবে অনেক নেতা জাতীয় পর্যায়ে জোট না করে রাজ্য-স্তরের চুক্তির পরামর্শ দিয়েছেন। (আরও পড়ুন: চিন্তন শিবিরে চিন্তা বাড়ল সোনিয়ার, উঠল মেয়ে প্রিয়াঙ্কাকে সভাপতি করার ডাক)

অভিষেক মনু সিংভি, প্রমোদ তেওয়ারি, পৃথ্বীরাজ চহ্বান সহ অনেক নেতারা যুক্তি দিয়েছেন যে কংগ্রেসের জন্য 'একলা চোলো' মডেল গ্রহণ করার জন্য সময় খুব কম। জোটপন্থী অনেক নেতা পরামর্শ দিয়েছেন যে দলকে রাজ্য-পর্যায়ে চুক্তি করার চেষ্টা করতে হবে। কারণ আঞ্চলিক দলগুলির প্রভাব নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে এবং তারা সারা দেশে তাদের প্রভাব বিস্তার করতে পারবে না।

তবে কংগ্রেস যে অন্ধের মতো জোটে যোগ দেবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে তেলাঙ্গানায়। বিজেপি বিরোধী টিআরএস-এর বিরুদ্ধে ‘একলা চলো’ নীতি গ্রহণ করে ভোট ময়দানে নামার ডাক দিয়েছেন রাহুল গান্ধী নিজে। এক কংগ্রেস নেতা বলেন, ‘বামেদের সঙ্গে জোট করে আমাদের ঝুলিতে একটি আসনও আসেনি। এই আবহে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করলে ভালো হত।’ এদিকে কংগ্রেস চাইলেই যে অন্য দলগুলি যে জোট করবে, তার কোনও নিশ্চয়তা নেই। যেমন উত্তরপ্রদেশেই সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে জোট করতে চায়নি। এমনকি তৃণমূলও বিভিন্ন রাজ্যে কংগ্রেস ভাঙাচ্ছে, কংগ্রেসকে তোপ দাগছে। তবে বিহারের কংগ্রেস নেতারা আবার জোটের বিপক্ষে মত দেন।

বন্ধ করুন