বাংলা নিউজ > ঘরে বাইরে > বাড়িতেই করতে হবে ক্রিসমাস ও বর্ষবরণ উৎসব, ওমিক্রনের মধ্যে নির্দেশ বাংলাদেশের

বাড়িতেই করতে হবে ক্রিসমাস ও বর্ষবরণ উৎসব, ওমিক্রনের মধ্যে নির্দেশ বাংলাদেশের

বাড়িতেই করতে হবে ক্রিসমাস ও বর্ষবরণ উৎসব, ওমিক্রনের মধ্যে নির্দেশ বাংলাদেশের। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা দেশে৷ এরই মধ্যে বাংলাদেশেও পৌঁছে গিয়েছে। ফলে বড়দিন আর বর্ষবরণ উৎসব সীমিত রাখার অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে উৎসবের আয়োজন সীমিত রাখার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে৷

চিঠিতে বলা হয়েছে, ‘প্রকাশ্যে কোনও সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন করাই যৌক্তিক হবে৷' ২৫ ডিসেম্বর বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব৷ আর ৩১ ডিসেম্বর রাতে ইংরেজি বর্ষবরণ উৎসব৷ গত বছরও এই আয়োজনগুলোতে বিধিনিষেধ জারি ছিল৷

বাংলাদেশে সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় জীবনযাত্রা অনেকটা আগের অবস্থায় ফিরে এসেছে৷ তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যে বাংলাদেশেও পৌঁছে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে৷ কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সুপারিশে ইতিমধ্যে ১৫ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর৷ সব ধরনের (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করা; পর্যটন স্থান, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) লোক সমাগম ধারণক্ষমতার অর্ধেকের মধ্যে রাখা এবং রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক বা তার কম আসনে বসে খাওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে সেখানে৷

স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে, ‘প্রতি বছর খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন ২৫ ডিসেম্বর যথাযথ মর্যাদা, আনন্দ, উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়৷ সেইসঙ্গে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষেও বিভিন্ন স্থানে আনন্দ উৎসবের আয়োজন করা হয়৷ ‘অতিমারী করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, জনসমাবেশ অত্যন্ত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে উদযাপন করা হচ্ছে৷ এই ধারাবাহিকতায় বাংলাদেশেও মুসলিম, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সীমিত করে পালিত হয়েছে৷

চিঠিতে এ পরিস্থিতিতে বড়দিন ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহরের আয়োজন সীমিত রাখার নির্দেশনা দিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘কঠোর নজরদারি' অব্যাহত রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে৷ প্রয়োজনে উপজেলা, জেলা, বিভাগীয় ও মেট্রোপলিটন শহর এলাকায় স্থানীয়ভাবে সংশ্লিষ্টদের সঙ্গে সভা ও আলোচনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের চিঠিতে৷

ঘরে বাইরে খবর

Latest News

RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.