রাশিয়া ইউক্রেনের ওপর পরমাণু হামলার হুমকি দেওয়ার পরেও দু-দেশের যুদ্ধ থামাতে তৎপর হয়েছে ভারত। দুদিন আগেই যুদ্ধ বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই বিভিন্ন মহল থেকে প্রশংসা উঠে এসেছে। এবার প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। তিনি মনে করেন, ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্বেগের প্রভাব পড়েছে রাশিয়ার ওপর।
উইলিয়াম বার্নস একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি এটিও খুব ভালো বিষয় যে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। আমি মনে করি রাশিয়ার ওপর এর প্রভাব পড়েছে।’ তিনি মনে করেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা রাশিয়ার নেই। এখনও তার কোনও স্পষ্ট প্রমাণ মেলেনি।
সিআইএ প্রধান এর জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর আলোচনার প্রভাব পড়েছে। আমি মনে করি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছেন শুধুমাত্র ভয় দেখানোর জন্য। এই কারণে রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় পুতিন বলেছিলেন, ইউক্রেনকে মোকাবেলায় মস্কো তার সমস্ত উপায়ে লড়াই করবে।’
উল্লেখ্য, পুতিন বলেছিলেন পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এখনও পর্যন্ত রাশিয়া পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পর্কে ভাবেনি। যে কোনও ক্ষেত্রেই রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার এড়াবে। তবে এর অর্থ এই ধরে নেওয়া উচিত নয় যে সেগুলি ব্যবহার করা হবে না।