বাংলা নিউজ > ঘরে বাইরে > জালিয়াতির শিকার প্রধান বিচারপতির মা, ২.৫ কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ১

জালিয়াতির শিকার প্রধান বিচারপতির মা, ২.৫ কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ১

ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

এক ব্যক্তিকে কাজে রেখেছিলেন প্রধান বিচারপতির মা মুক্ত বোবদে (৯৫)।

জালিয়াতির শিকার হলেন ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদের মা। তাঁর থেকে প্রায় ২.৫ কোটি হাতিয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। সেই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নাগপুর সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, পশ্চিম নাগপুরে পারিবারিক কমিউনিটি হল এবং লনের দেখভালের জন্য তাপস ঘোষ নামে এক ব্যক্তিকে কাজে রেখেছিলেন প্রধান বিচারপতির মা মুক্ত বোবদে (৯৫)। বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য সেই হল ভাড়া দেওয়া হত। গত ১০ বছর ধরে হলের দেখভাল করতেন তাপস। একইসঙ্গে আর্থিক দিকটিও দেখভাল করতেন। 

সেভাবেই চলছিল। কিন্তু গত সোমবার জালিয়াতির বিষয়টি নজরে আসে। ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে বোবদে পরিবারের এক কর্মী জানতে পারেন, হল এবং লন থেকে ভাড়া বাবদ যে টাকা মিলত, তা নিয়মিত জমা দেওয়া হত না। তারপরই তাপসকে ডেকে পাঠান প্রধান বিচারপতির মা। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় সীতাবুলদি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সেই অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। সেই দলে ছিলেন নাগপুর সিটি পুলিশের আর্থিক দুর্নীতিদমন শাখার আধিকারিকরাও। তাপসকে জেরা শুরু করে সিট। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সীতাবুলদি থানায় ইন্সপেক্টর অতুল সাবনিশ বলেন, ‘তদন্ত থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ২.৫ কোটি টাকার জালিয়াতি করেছে তাপস। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি ঘটনায় তাপসের স্ত্রী'রও যোগ পাওয়া যায়, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে।’

পরবর্তী খবর

Latest News

‘নিজের বেস্ট দিয়েছিল, আমারও ২ মেয়ে আছে, আমি ফিল করতে পারি’, হতাশ অভিজিতের স্ত্রী ISL Mohammedan vs North East Live updates- ঐতিহাসিক দিন মহমেডানের,সামনে নর্থইস্ট ভণ্ডামি জুনিয়র ডাক্তারদের, মাইনের সময় মমতাকে বিশ্বাস? ‘কুকথা’ মন্ত্রীর বিয়েতেই যত্ত ‘সমস্যা’! আটকে পাগল প্রেমীর কাজ, বাধ্য হয়েই ছোটপর্দায় ফিরছেন আদৃত? তৃতীয় ইনিংসেই 'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করবে মোদী সরকার, দাবি সূত্রের রাত পোহালেই আকাশ দখল, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ঘুড়িতে থাকছে উই ওয়ান্ট জাস্টিস লন্ডনে এড শিরানের সঙ্গে ম্যাজিক্যাল অরিজিৎ সিং, দেখুন সেই মুহূর্ত... ভারতীয় দলে ঢোকার পুরস্কার! আকাশ দীপ পেলেন বিরাট উপহার! আগে পেয়েছেন রিঙ্কু,শাহবাজ সবাই সমান সুযোগ পায় না-কোন ক্রিকেটারকে মুখের ওপর সটান বলেছিলেন গম্ভীর? ভয়াবহ টাইফুন আছড়ে পড়েছে চিনের সাংহাইতে, ঝড়-বৃষ্টির তাণ্ডব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.