নগদকাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। গত ১৪ মার্চ হোলির রাতে দিল্লি হাইকোর্টের বিচারপতি বর্মার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার প্রেক্ষিতে 'ইন-হাউস' তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য তিন সদস্যের কমিটিও গঠন করেছেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ওই কমিটিতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সন্ধ্যাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরমণ। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আপাতত বিচারপতি বর্মাকে যাতে কোনওরকম বিচারবিভাগীয় কাজ না দেওয়া হয়, তা নিশ্চিত করার জন্য দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি।
হোলির দিন বিচারপতির বাড়িতে আগুন লেগেছিল
আর যে ঘটনার প্রেক্ষিতে এরকম হয়েছে, সেটার সূত্রপাত হয়েছে ১৪ মার্চ থেকে। অভিযোগ ওঠে যে হোলির রাতে দিল্লির তুঘলক রোডে বিচারপতি বর্মার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেদিন রাত ১১ টা ৩৫ মিনিট নাগাদ বিচারপতি বর্মার বাসভবনে আগুন লাগে। সেই আগুন নেভাতে গিয়ে তাঁর বাসভবন থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
(বিস্তারিত পরে আসছে)