আব্রাহাম থমাস
ব্যক্তি স্বাধীনতা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। জয়পুরে অনুষ্ঠিত ১৮তম অল-ইন্ডিয়া লিগাল সার্ভিস মিটে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায়, প্রক্রিয়াটি হল শাস্তি। তাড়াহুড়ো করে নির্বিচারে গ্রেপ্তার থেকে শুরু করে জামিন পেতে অসুবিধা পর্যন্ত, বিচারাধীন ব্যক্তিদের দীর্ঘকাল কারাগারে থাকতে হয়। এই প্রক্রিয়ার দিকে তাই জরুরি মনোযোগ দেওয়া প্রয়োজন।’
এর আগেই সুপ্রিম কোর্ট কেন্দ্রের উদ্দেশে বার্তা দিয়েছিল, ‘কোনও দিনও যেন দেশ পুলিশ স্টেট না হয়ে যায়।’ কেন্দ্রীয় সরকারে যাতে জামিনের আইন নিয়ে নতুন বিধির কথা ভাবে ও অপরাধীদের সুবিচারের দিকটি বিবেচনা করে তা নিয়ে বার্তা দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই বার্তার পরপর প্রধান বিচারপতির এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। এই নিয়ে প্রধান বিচারপতি এদিন বলেন, ‘আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এমন একটি গুরুতর সমস্যা হল আমাদের কারাগারে বিচারাধীন বন্দির জনসংখ্যা। ভারতে ১৩৭৮টি কারাগারে ৬.১০ লাখ বন্দির মধ্যে প্রায় ৮০ শতাংশই বিচারাধীন বন্দি।’
এদিন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজুর উপস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ যে দুটি সমস্যার সম্মুখীন হচ্ছে তা আমি বারবার তুলে ধরেছি - বিচার বিভাগীয় শূন্যপদ এবং বিচার ব্যবস্থার পরিকাঠামো। আমি আশা করি সরকার বিচার বিভাগীয় শূন্যপদ পূরণের প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করবে।’ এদিকে রিজিজু তাঁর বক্তৃতায় দেশে বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেন। ধীরে ধীরে এই সংখ্যা ৫ কোটিতে পৌঁছে যাচ্ছে। আইনমন্ত্রী বলেছিলেন, ‘অমৃতকালের মধ্যে আমাদের এমন একটি বিচার ব্যবস্থা থাকা উচিত যা দ্রুত। আমাদের দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৫ কোটি। ২৫ বছর পর কি অবস্থা হবে?’