বাংলা নিউজ > ঘরে বাইরে > বিচারকরাই বিচারক নিয়োগ করেন, একথা মানতে নারাজ প্রধান বিচারপতি

বিচারকরাই বিচারক নিয়োগ করেন, একথা মানতে নারাজ প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা (ANI Photo) (Mohammed Aleemuddin)

ভারতের বিভিন্ন আদালতে প্রায় ৪৬ মিলিয়ন মামলা বকেয়া থেকে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি কেরল থেকে সিপিআইএম সাংসদ জন ব্রিটাস রাজ্যসভায় জানিয়েছিলেন, বিচারকরাই বিচারকদের নিয়োগ করেন এই ধরনের ঘটনা পৃথিবীর কোথাও শোনা যায় না। রবিবার কার্যত নাম না করে বাম এমপির এই মন্তব্যের প্রসঙ্গই টেনে আনলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। বিজয়ওয়াড়াতে সিদ্ধার্থ ল কলেজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, এটা এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে এই শব্দবন্ধ ব্যবহার করা যে বিচারকরা নিজেরাই বিচারকদের নিয়োগ করেন। এটা আসলে একটি মিথ। একাধিক কর্তৃপক্ষ যেমন কেন্দ্রীয় আইন মন্ত্রক,রাজ্য সরকার, রাজ্যপাল, হাই কোর্ট কলেজিয়াম, আইবি, সর্বোচ্চ আধিকারিকরা এই বিচারক নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত থাকেন। 

প্রধান বিচারপতি জানিয়েছেন, পড়াশোনা জানা লোকজনও এসব বলছেন, এতে আমি দুঃখ পেয়েছি। পাশাাপাশি বিচারকদের কাজের পরিস্থিতির উন্নতি করা দরকার বলেও তিনি মতামত দেন। তিনি বলেন, সাংবিধানিক আদালতে কোনও বিচারককে গড়ে ৪০টি করে মামলা রোজ শুনতে হয়। বিচার সংক্রান্ত বকেয়া কাজ করতে গিয়ে ছুটিটাও কেটে যায়। বিভিন্ন মামলা জমে থাকা নিয়েও তিনি মন্তব্য করেন। আইনজীবীদের সহযোগিতা, নির্দেশের যথাযথ প্রয়োগ করা, আইনের শাসনকে মেনে চলা সহ বিভিন্ন বিষয় ঠিকঠাক থাকলে মামলার পাহাড় অনেকটাই কমবে বলে মনে করছেন প্রধান বিচারপতি। ভারতের বিভিন্ন আদালতে প্রায় ৪৬ মিলিয়ন মামলা বকেয়া থেকে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এই সংখ্যা যে বিশেষ কোনও সূচক নয় সেকথা জানিয়ে  তাঁর মন্তব্য ভারতে প্রতি মিলিয়নে ২১জন বিচারক থাকেন। 

 

বন্ধ করুন