GREATER NOIDA :
সোমবার গভীর রাতে গ্রেটার নয়ডা ওয়েস্টের একটি বহুতল ভবনে পার্কিং নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার অভিযোগে মঙ্গলবার এক পানশালার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে বারবার গুলি চালানোর অভিযোগও করেছেন৷ পরে এই মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে৷
ভিডিওতে ওই ব্যক্তিকে বহুতলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে এবং শুনতে পাওয়া গেছে। তিনি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গুলি করে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ। তবে তার হাতে অস্ত্র চালানোর কোনো ফুটেজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্তান টাইমস বাংলা স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
পুলিশ জানিয়েছে, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি গৌর চকের কাছে একটি শপিং মলের রেস্তোরাঁ ও বারের মালিক এবং বিসরাখ এলাকার সেক্টর ১৬বি-র শ্রী রাধা স্কাই গার্ডেন সোসাইটির বাসিন্দা।
সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সোসাইটির তিন নম্বর টাওয়ারে নিজের ফ্ল্যাটে যাওয়ার সময় তিনি নো-পার্কিং স্পেসে একটি গাড়ি পার্ক করতে দেখেন, যা অন্যদের জন্য সমস্যা তৈরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়ির ছবি তুলে সোসাইটির রক্ষণাবেক্ষণের সোশ্যাল মিডিয়া গ্রুপে পাঠিয়ে দেন তিনি।
এর পর সিসোদিয়া ও সোসাইটির রক্ষণাবেক্ষণ কর্মীদের মধ্যে বচসা শুরু হয়, যা পরে রাত সাড়ে ১২টা নাগাদ পুরোদস্তুর সংঘর্ষে রূপ নেয়।
সোসাইটির কর্মীরা অভিযোগ করেছেন যে সিসোদিয়া একটি রিভলবার নিয়ে এসেছিলেন এবং তাদের আঘাত করার উদ্দেশ্যে ছয় রাউন্ডেরও বেশি গুলি চালিয়েছিলেন।
তিনি বলেন, 'আমরা গুলি চালানোর অভিযোগ তদন্ত করে দেখছি। এখনও পর্যন্ত সিসিটিভি ক্যামেরার কোনও ফুটেজ পাওয়া যায়নি যাতে সিসোদিয়াকে গুলি চালাতে দেখা যায়। বিসরাখের স্টেশন হাউস অফিসার মনোজ কুমার সিং জানিয়েছেন, সোসাইটিতে লাগানো সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘এই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আমরা মারামারির কথা জানতে পারি। সেন্ট্রাল নয়ডার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ দীক্ষা সিং জানিয়েছেন, 'ভিডিওগুলি খতিয়ে দেখে আমরা মঙ্গলবার বিসরাখ থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের ২৮৮ (বিস্ফোরক পদার্থের ক্ষেত্রে অবহেলামূলক আচরণ) এবং ১২৫ (অন্যের জীবন বা ব্যক্তিগত সুরক্ষা বিপন্ন করার কাজ) ধারায় একটি মামলা দায়ের করেছি এবং আরও তদন্ত চলছে।
শ্রী রাধা স্কাই গার্ডেন সোসাইটির সিকিউরিটি সুপারভাইজার ভানু বলেন, 'মঙ্গলবার সকালে শিফটে যোগ দিতে গিয়ে আমি ঘটনাটি জানতে পারি। বিবাদ পার্কিং ঘিরে, এরপরই রেগে যান সিসোদিয়া। তিনি তার বন্দুক থেকে কয়েক রাউন্ড গুলি চালিয়েছেন বলেও আমাকে জানানো হয়েছে।
একাধিকবার চেষ্টা করেও সিসোদিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি।