ইংরেজি মাধ্যম স্কুলের বই পড়ে বাবা মাকে আব্বু, আম্মি বলে ডাকছিল দ্বিতীয় শ্রেণির এক ছাত্র। আর এতেই রেগে যান বাবা মা। তাঁরা সটান জেলা শাসকের কাছে এনিয়ে অভিযোগ জানান। জেলা শাসক জেলা শিক্ষা দফতরকে বিষয়টি জানিয়েছে। দেরাদুনের জেলা শিক্ষা দফতর স্কুলের অধ্যক্ষ ও শিক্ষাবিদদের কাছে এনিয়ে মতামত চেয়েছে।
ছাত্রের বাবা মণীশ মিত্তলের দাবি, ওই বইকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাঁর দাবি হায়দরাবাদের ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ানের আইসিএসইর বই গুল মোহর ২তে বাবা মায়ের জায়গায় উর্দু শব্দ আম্মি ও আব্বু ব্যবহার করা হয়েছে। হিন্দুস্থান টাইমস ওই অভিযোগপত্রটি দেখেছে।
সেখানে লেখা হয়েছে, আমার সাত বছর বয়সী ছেলে সবে ক্লাস ২টে উঠেছে। গতকালই তার জন্য নতুন বই এনেছি। সে বইটা পড়তে শুরু করেছিল। এরপর সে আমাকে আব্বু ও মাকে আম্মি বলে ডাকতে শুরু করে। তাকে এনিয়ে প্রশ্ন করতেই সে তার ইংরেজি বইটাকে দেখাল। সেখানে রয়েছে এই দুটি শব্দ। সেখানে আম্মি মানে লেখা রয়েছে মা। আর আব্বু মানে বাবা। এভাবে উর্দু শব্দ ব্যবহার করা একেবারেই নয়। এটা বাজে মতলবে ব্যবহার করা হয়েছে।
তিনি জানিয়েছেন শুধু দেরাদুনে নয়, এই বইটি দেশের বহু স্কুলে ব্যবহার করে। তিনি জানিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে। এটা শিক্ষাবর্ষের একেবারে সূচনা। এখনই এনিয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এখনই বইটি বাতিল করা হলে শিক্ষাবর্ষের কোনও সমস্যা হবে না।
এদিকে হিন্দু বাহিনীও এই বইটি নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছেন। দেরাদুনের সিইও জানিয়েছেন, অভিভাবক জেলা প্রশাসনকে জানিয়েছিলেন। সেখান থেকে আমায় জানানো হয়েছে। আমি স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষাবিদদের কাছ থেকে মতামত চেয়েছি। আইসিএসসির কাছেও মতামত চেয়েছি।
ডিরেক্টর স্কুল এডুকেশন বংশীধর তিওয়ারি জানিয়েছেন, আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। পাঠ্যবইটি ভালো ভাবে পরীক্ষা করে দেখা হবে। তদন্ত রিপোর্ট পেলে ভালো করে খতিয়ে দেখা হবে।
এদিকে গোটা ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্য়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত সরকার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। দ্রুত এনিয়ে সিদ্ধান্ত না নিলেও সমস্যা। কারণ মাঝপথে এই বই বাতিল করা সম্ভব নয়।