বাংলা নিউজ > ঘরে বাইরে > ৮০ বছর আগের, ক্লাস ফাইভের এই প্রশ্নপত্রের সমাধান করতে পারছেন না কলেজ পড়ুয়ারাও!

৮০ বছর আগের, ক্লাস ফাইভের এই প্রশ্নপত্রের সমাধান করতে পারছেন না কলেজ পড়ুয়ারাও!

ফাইল ছবি: টুইটার (PTI)

টুইটটি ২ মে এই প্রশ্নপত্র শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এতে হাজার-হাজার ভিউ পড়েছে। ভিউয়ের সংখ্যা এখনও বেড়ে চলেছে। অনেকে টুইটের প্রতিক্রিয়ায় কমেন্টে নিজেদের ভাবনাও শেয়ার করেছেন।

পঞ্চম শ্রেণীর এক পুরানো প্রশ্নপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাবছেন কেন? কারণ এই প্রশ্নপত্র দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে গিয়েছেন। হোঁচট খাচ্ছেন অনেকেই। এক অবসরপ্রাপ্ত IAS অফিসার ৮০ বছর আগেকার এই প্রশ্নপত্র শেয়ার করেছেন। এতে কমার্সের বেশ কিছু প্রশ্ন রয়েছে। কমার্স সাধারণত আরও উঁচু ক্লাসের পড়ুয়াদের শেখানো হয়। আরও পড়ুন: Viral Video: ট্রেনের মধ্যে এ কী শুরু করলেন যুবতীরা! নিমেষে ভাইরাল হল ভিডিয়ো

'ভারতে ১৯৪৩-৪৪ সালের অর্ধবার্ষিকী পরীক্ষায় ক্লাস ফাইভের প্রশ্নপত্রের মান কেমন ছিল দেখুন। ম্যাট্রিক সিস্টেম পুরো বিষয়টিকে এখন কত সহজ করে দিয়েছে! টুইটারে প্রশ্নপত্রের একটি ছবি শেয়ার করেছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার বদ্রী লাল স্বর্ণকার। তিনি লিখেছেন, অবসরপ্রাপ্ত আমলার শেয়ার করা ক্লাস ফাইভের এই কমার্স প্রশ্নপত্রের মোট স্কোর ছিল ১০০। পাস মার্ক ছিল ৩৩ । পড়ুয়াদের এই পুরো প্রশ্নপত্র সম্পূর্ণ করার জন্য মাত্র ২.৫ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে বেশ কিছু কঠিন, চ্যালেঞ্জিং প্রশ্নও ছিল। এমনকি পড়ুয়াদের সোনার দাম গণনা করতে এবং বাজার সোনার হার সম্পর্কে জিজ্ঞাসা করে একটি অফিসিয়াল বিজনেস লেটার লিখতে বলা হয়েছিল।

টুইটটি ২ মে এই প্রশ্নপত্র শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এতে হাজার-হাজার ভিউ পড়েছে। ভিউয়ের সংখ্যা এখনও বেড়ে চলেছে। অনেকে টুইটের প্রতিক্রিয়ায় কমেন্টে নিজেদের ভাবনাও শেয়ার করেছেন।

এক টুইটার ব্যবহারকারী কমেন্ট করেছেন, 'শ্রদ্ধেয় স্যার, আমিও পঞ্চম শ্রেণিতে এই সব প্রশ্নের সমাধান করেছি। এই সব ধরনের প্রশ্ন আমাদের অঙ্কের সিলেবাসের মধ্যেই ছিল। ক্যালকুলেটর ছাড়াই শিশুদের ব্যবহারিক, ব্যবসায়িক দক্ষতা বিকাশ করাই এর মূল লক্ষ্য ছিল। কলেজে ওঠার পর তবেই ক্যালকুলেটরের ব্যবহার করা শুরু করি।' এর রিপ্লাইতে ওই IAS অফিসার লিখেছেন, 'একজন শিক্ষাবিদ হিসাবে আমি আপনাকে নিয়ে গর্বিত, স্যার।' আরও পড়ুন: Viral Video of President Droupadi Murmu: মাঝ বক্তৃতায় গেল আলো, তবে থামলেন না রাষ্ট্রপতি, ভাইরাল ভিডিয়ো

'শেষ প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং। এই ধরনের প্রশ্ন NEP-তে যোগ করা দরকার,' টুইট করেছেন আরও এক ব্যক্তি। তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, 'অষ্টম প্রশ্নের উত্তর হল ২,৮৩৮ কেজি।' অপর এক ব্যক্তি লিখেছেন, আমি আমার ৯০ বছর বয়সী দাদুকে এটি পড়তে দিয়েছিলাম। কারণ আমি এটা দেখে কিছুই বুঝতে পারিনি।' আরও এক ব্যক্তির মতে, 'এখনকার দশম শ্রেণীর পড়ুয়াদেরও এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করা সহজ হবে না।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন