বাংলা নিউজ > ঘরে বাইরে > মন্ত্রক বণ্টন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নিজের কাছে রাখলেন ৩ গুরুত্বপূর্ণ বিভাগ

মন্ত্রক বণ্টন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নিজের কাছে রাখলেন ৩ গুরুত্বপূর্ণ বিভাগ

হিমন্ত বিশ্ব শর্মা (ছবি সৌজন্যে এএনআই)

শপথ নেওয়ার একদিনের মাথায় মন্ত্রীদের মন্ত্রক বণ্টন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, স্বরাষ্ট্র, পিডাব্লুডি, এবং পার্সোনেল মন্ত্রক নিজের হাতে রেখেছেন হিমন্ত।

শপথ নেওয়ার একদিনের মাথায় মন্ত্রীদের মন্ত্রক বণ্টন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, স্বরাষ্ট্র, পিডাব্লুডি, এবং পার্সোনেল মন্ত্রক নিজের হাতে রেখেছেন হিমন্ত। সর্বানন্দ সোনোয়ালের সরকারে হিমন্তের কাছে অর্থ, স্বাস্থ্য, শিক্ষা এবং পিডাব্লুডি মন্ত্রক ছিল।

এবারের সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন অসম গণ পরিষদের কার্যকরী প্রধান কেশব মহন্ত। এদিকে অর্থ মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন অজন্তা নিওয়োগ। উল্লেখ্য, অজন্তা নিজে কংগ্রেস জমানায় মন্ত্রী ছিলেন। পরবর্তীতে হিমন্তের সঙ্গে দল বদল করেছিলেন তিনি। এদিকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন রনোজ পেগু। তাছাড়া আরও একটি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। বিজেপি রাজ্য সভাপতিরণজিত দাস পঞ্চায়েত মন্ত্রক সামলালেন। এছাড়া অসম গণ পরিষদের অতুল বোরা পাচ্ছেন কৃষি মন্ত্রক। চন্দ্র মোহন পাটোয়ারি পরিবহণ, শিল্প ও বাণিজ্য, সংখ্যালঘু উন্নয়ন বিভাগের দায়িত্ব পাচ্ছেন।

এদিকে অশোক সিংহল পাচ্ছেন গুয়াহাটি উন্নয়ন বিভাগ, শহরাঞ্চল উন্নয়ন বিভাগ। এদিকে দুর্যোগ মোকাবিলা বিভাগের দায়িত্ব পাচ্ছেন যোগেন মোহন। সজয় কিষাণ পাচ্ছেন চা-জনজাতি বিভাগ, কর্মসংস্থান বিভাগ। এছাড়া বিমল বোরা পাচ্ছেন ক্রীড়া ও যুব কল্যাণ, সাংস্কৃতিক বিষয়, শক্তি এবং পর্যটন বিভাগ। পীযূষ হাজারিকাকে স্বাস্থ্য বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, সোমবার হিমন্ত বিশ্বশর্মা ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছিলেন৷ অসমের রাজ্যপাল জগদীশ মুখী হেমন্ত বিশ্বশর্মাকে শপথ বাক্য পাঠ করান। হিমন্ত বিশ্বশর্মা ছাড়াও, ১০ মে তাঁর মন্ত্রিসভার ১৩ জন সদস্য শপথ নেন৷ শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত ছিলেন। বিজেপির জোট সঙ্গী ইউনাইটেড পিপলস পার্টির প্রধান উরখাও গোয়ার ব্রাহ্মা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন৷

বন্ধ করুন
Live Score