সরকার গঠনের সাড়ে তিন বছরের মাথায় রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবারের এই সম্প্রসারণে রাজ্য মন্ত্রিসভায় চারজন নতুন সদস্য যুক্ত হয়েছেন। একইসঙ্গে, মন্ত্রীদের মধ্যে দফতর অদলবদলও করা হয়েছে।
নয়া সিদ্ধান্ত অনুসারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজে যে দফতরগুলি দেখবেন, সেগুলি হল - স্বরাষ্ট্র দফতর, কর্মচারী বিষয়ক দফতর, জন কারিগরি ভবন ও জাতীয় সড়ক, জন কারিগরি রাস্তা এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা। এছাড়াও, যে দফতরগুলির জন্য কোনও মন্ত্রীকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়নি, সেগুলিও তিনিই দেখবেন।
তবে অন্যদিকে, এবার থেকে আর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জনজাতি ও আদিবাসী ঐতিহ্য-সংস্কৃতি দফতরের দায়িত্বে থাকবেন না হিমন্ত।
রঞ্জিতকুমার দাসের অধীনে থাকবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, বিচার বিভাগীয় দফতর, পর্যটন দফতর এবং সাধারণ প্রশাসনিক দফতর। কৃষি, রাজস্ব, সীমানা সুরক্ষা ও উন্নয়ন, উদ্যানপালন এবং আসাম অ্যাকর্ড বিভাগের বাস্তবায়ন সংক্রান্ত বিভাগ সামলাবেন অতুল বরা।
কেশব মহন্ত মন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন - বিপর্যয় মোকাবিলা দফতর, তথ্যপ্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি দফতর এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দফতরে। উরখাই গৌরা ব্রহ্ম বস্ত্রবয়ন, তাঁত, রেশম চাষ, মৃত্তিকা সংরক্ষণ এবং বোড়োল্যান্ড কল্যাণ বিভাগের দায়িত্ব থাকবেন।
উপরোক্ত মন্ত্রীদের মধ্যে বরা এবং মহন্ত - দু'জনই অসম গণ পরিষদের সদস্য। অন্যদিকে, ব্রহ্ম ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের টিকিটে জিতে আসা জনপ্রতিনিধি। এই দুই দলই রাজ্যে প্রধান শাসকদল বিজেপির জোটসঙ্গী।
অ্যাক্ট ইস্ট পলিসির দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রমোহন পাটোয়ারিকে। পাশাপাশি, তিনি পরিবেশ ও বনাঞ্চল এবং বিধানসভা বিষয়ক বিভাগের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।
স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা এবং আদিবাসী বিষয় বিভাগের দায়িত্ব পেয়েছেন রনোজ পেগু। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সেচ দফতরের দায়িত্ব সামলাবেন অশোক সিঙ্ঘল।
জগেন মোহন পাহাড়ি এলাকা, পরিবহণ, সমবায় এবং আদিবাসী সংস্কৃতি বিভাগের দায়িত্ব সামলাবেন। অর্থ এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী হয়েছেন অজন্তা নিয়োগ। পীযূষ হাজারিকা তথ্য-জনসংযোগ, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন, জল সম্পদ দফতরের দায়িত্ব সামলাবেন।
বিমল বরা সংস্কৃতি বিষয়ক, শিল্প-বাণিজ্য দফতরের দায়িত্ব পেয়েছেন। জয়ন্ত মল্ল বড়ুয়া জনস্বাস্থ্য কারিগরি, আবাসন ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী হয়েছেন। নন্দিতা গারলোসা ক্রীড়া ও যুবকল্যাণ-সহ বেশ কিছু দফতরের দায়িত্বে এসেছেন।
নতুন চার মন্ত্রীর মধ্যে প্রশান্ত ফুকান বিদ্যুৎ-সহ একাধিক দফতর হাতে পেয়েছেন। কৃষ্ণেন্দু পাল পশুকল্যাণ এবং মৎস্য দফতর দেখভাল করবেন।
খাদ্য এবং গণবণ্টন দফতরের দায়িত্ব পেয়েছেন কৌশিক রাই। রূপেশ গৌয়ালা শ্রমিক কল্যাণ, চা শ্রমিক ও আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রী হয়েছেন।