তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন উদয়নিধি স্ট্যালিন। এর আগেও দুবার তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। তবে বিভিন্ন কারণে সেই সময় তাঁকে উপমুখ্যমন্ত্রী করা সম্ভব হয়নি। তবে এবার সেই জল্পনা আরও জোরদার হয়েছে। সূত্রের খবর, উদয়নিধির বাবা তথা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের আগামী ২২ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সফরের কথা রয়েছে। তার আগে উদয়নিধিকে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।
আরও পড়ুন: মশা মারার ধূপের ছবি পোস্ট করলেন জুনিয়র স্ট্যালিন, সনাতন ধর্ম মন্তব্যে অনড়!
তামিলনাড়ুর ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন বর্তমানে রাজ্যের ক্রীড়া মন্ত্রী। চেপাউক-থিরুভালিকেনি বিধানসভা কেন্দ্রের ডিএমকে বিধায়ক তিনি। বর্তমানে তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী। তিনি ২০২২ সালের ডিসেম্বরে ডিএমকে মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নেন।একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদয়নিধিকে চলতি বছরেই দুবার উপমুখ্যমন্ত্রী করার কথা ছিল। কিন্তু, তাঁকে ঘিরে নানা বিতর্কের কারণে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়।
জানা যায়, চলতf জানুয়ারিতে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য এবং পরে কল্লাকুরিচি বিষ মদ কাণ্ডের কারণে উদয়নিধিকে উপমুখ্যমন্ত্রী করা হয়নি। গত জানুয়ারিতে, উদয়নিধি সনাতন ধর্ম শব্দটিকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, শুধু এর বিরোধিতা করলেই হবে না এটিকে নির্মূল করতে হবে। এরপর গত মাসে ঘটে যাওয়া কাল্লাকুরিচি বিষ মদ কাণ্ডের কারণে ডিএমকে সরকার সমালোচনার মুখে পড়েছিল। কাল্লাকুরিচি জেলায় বিষ মদ খেয়ে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়েছিলেন অনেকেই।
উল্লেখ্য, এর আগে এম কে স্ট্যালিন ২০০৯ সালে তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সেই সময় তাঁর বাবা এম করুণানিধি ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এবার উদয়নিধিও বাবার পথেই হাঁটতে চলেছেন। রাজনৈতিক মহলের দাবি, উদয়নিধি স্ট্যালিন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ডিএমকে-র মুখ হবেন। কারণ ওই নির্বাচনে এম কে স্ট্যালিনের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা কম। এই সমস্ত কারণেই উদয়নিধি স্ট্যালিনকে ডেপুটি সিএম করার পরিকল্পনা ডিএমকে সরকারের।