বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘গোয়াবাসীর লড়াকু মনোভাবের জন্য আমার অভিবাদন’, মর্যাদা দিবসে টুইট মমতার

‘গোয়াবাসীর লড়াকু মনোভাবের জন্য আমার অভিবাদন’, মর্যাদা দিবসে টুইট মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি, সৌজন্যে পিটিআই)

গোয়ায় ঘাসফুল ঝড় তুলতে চেয়েছিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেখানে গোয়াঞ্চি নভি সকাল হয়নি। তবে সংগঠন তৈরি হয়েছে। এখনও গোয়াবাসীর পাশে থেকে কোঙ্কন উপকূলের রাজ্যে আওয়াজ তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এখানের বিধানসভা নির্বাচনে আসন না পেলেও গোয়ার ৬ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

আজ, সোমবার আরবসাগরের তীরের রাজ্যে মর্যাদা দিবস। সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সাফল্য আসেনি। কিন্তু ভোটব্যাঙ্ক তৈরি হয়েছে। তাই বিরোধী আসনে থাকলেও গোয়াবাসীকে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গোয়ার রাজ্য মর্যাদা দিবস। তাই গোয়াবাসীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ আজ, সোমবার ৩০ মে গোয়ার ৩৫তম রাজ্য মর্যাদা দিবস। ১৯৮৭ সালে এই দিনেই কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ থেকে বিচ্ছিন্ন হয় তারা। আর দেশের ২৫তম রাজ্যের মর্যাদা পেয়েছিল গোয়া। এই বিশেষ দিনে গোয়ার মানুষকে শুভেচ্ছা জানিয়ে মমতা লিখেছেন, ‘গোয়াবাসীর লড়াকু মনোভাবের জন্য আমার অভিবাদন।’

উল্লেখ্য, গোয়ায় ঘাসফুল ঝড় তুলতে চেয়েছিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেখানে গোয়াঞ্চি নভি সকাল হয়নি। তবে সংগঠন তৈরি হয়েছে। এখনও গোয়াবাসীর পাশে থেকে কোঙ্কন উপকূলের রাজ্যে আওয়াজ তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এখানের বিধানসভা নির্বাচনে আসন না পেলেও গোয়ার ৬ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আসন্ন গোয়ার পঞ্চায়েত নির্বাচনেও প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ কীর্তি আজাদকে দলের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে গোয়ায়।

ঠিক কী লিখেছেন তৃণমূল সুপ্রিমো?‌ আজ, এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। সেখানে গোয়ার মর্যাদা পাওয়ার ৩৫তম বার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আপনাদের ক্রমাগত লড়াই, রাজ্য মর্যাদা পাওয়ার জন্য একনিষ্ঠতাই গোয়াকে এই মর্যাদা এনে দিয়েছিল। যাঁরা সেই লড়াই করেছেন, তাঁদের প্রতি তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধা। গোয়া আরও উন্নতি করুক।’

বন্ধ করুন