সিটি অফ জয় নাকি সিটি অফ গারবেজ? তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কংগ্রেসের রেভান্থ রেড্ডি এবার পশ্চিমবঙ্গের কলকাতা শহরকে জঞ্জালের শহর বলে উল্লেখ করেছেন। তিনি কার্যত কলকাতাকে গারবেজ সিটি বলে উল্লেখ করেছেন। তাঁর মতে তেলাঙ্গানা বাংলার শহর থেকে অনেক ভালো। কার্যত নতুন বিতর্ককে উসকে দিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী।
এরপরই নানা মহল থেকে এর প্রতিবাদ উঠতে শুরু করেছে। এনিয়ে মিরর নাও সংবাদমাধ্যমে মুখ খুলেছেন বিজেপি ও তৃণমূল নেতৃত্ব। বঙ্গ বিজেপির নেতা সজল ঘোষের দাবি, তেলাঙ্গানার সিএম বলছেন কলকাতা সবথেকে নোংরা শহর। আমি এর বিরোধিতা করছি। আমি খুব লজ্জিত। আমি খুব দুঃখ পেয়েছি এই কথায়। এই সব কথা শুনতে হচ্ছে। এর আগে রাজীব গান্ধী একবার বলেছিলেন, কলকাতা একটা মৃতপ্রায় শহর। বহু বছর আগে তিনি এটা বলেছিলেন। এবার ৪০ বছর পরেও সেই একই কথা বলা হচ্ছে। একথা মিথ্যে এটা বলছি না। কলকাতাবাসী হিসাবে আমরা লজ্জিত।
তবে কলকাতাকে এভাবে জঞ্জালের শহর বলে দাগিয়ে দেওয়ার জেরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অন্যতম নেত্রী দোলা সেন বলেন, তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী সুস্থ থাকুন এটা আমরা চাই। আমরা জানি, দেশবাসীও জানেন কলকাতা কী ধরনের শহর। কলকাতা হল সিটি অফ জয়।
এদিকে গোটা ঘটনায় ফের নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতাকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নানা সময় নানা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাস্তবে নানা সময় কলকাতার নানা জায়গায় আবর্জনা পড়ে থাকার ঘটনাও হয়। এবার একেবারে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কলকাতাকে ঘিরে এই মন্তব্য করেছেন। আর তারপরই এনিয়ে তোলপাড়।
নানা মহল থেকে এনিয়ে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। অনেকের কাছেই প্রিয় শহর হল কলকাতা। সেই শহরের এই অপমান মেনে নিতে পারছেন না অনেকেই। সেটাও আবার অন্য একটি রাজ্যের মুখ্য়মন্ত্রীর কাছ থেকে। এদিকে কলকাতা কতটা পরিচ্ছন্ন তা নিয়ে নানা সময়ে নানা বিতর্ক দানা বেঁধেছে। কলকাতার বহু এলাকা রয়েছে যেখানে এখনও আবর্জনা জমে থাকার নজির রয়েছে। কিন্তু সেই প্রতিবাদ, বিতর্ক সবটাই ওঠে ঘরের ভেতর থেকে। কিন্তু বাংলার বাইরে থেকে কেউ যখন আঙুল তুলেছেন তা নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। তবে সেই মন্তব্যের জবাবও দিয়েছেন তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রীর এই দাবিকে ঘিরে