বাংলা নিউজ > ঘরে বাইরে > বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যোগী, বারাণসীতে জরুরি অবতরণ তাঁর হেলিকপ্টারের

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যোগী, বারাণসীতে জরুরি অবতরণ তাঁর হেলিকপ্টারের

বারাণসীতে জরুরি অবতরণ যোগীর হেলিকপ্টারের (PTI)

যোগী আদিত্যনাথ হেলিকপ্টারে করে বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনস গ্রাউন্ড থেকে লখনউয়ের উদ্দেশে উড়ে যাচ্ছিলেন। হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছু পড়েই হেলিকপ্টারে পাখির ধাক্কা লাগলে এই বিপত্তি ঘটে।

জরুরি অবতরণ করতে হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টারের। একটি পাখির আঘাতের পরে হেলিকপ্টারটিকে আপতকালীন ভাবে অবতরণ করানো হয়। বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারটি। যোগী আদিত্যনাথ হেলিকপ্টারে করে বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনস গ্রাউন্ড থেকে লখনউয়ের উদ্দেশে উড়ে যাচ্ছিলেন। হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছু পড়েই হেলিকপ্টারে পাখির ধাক্কা লাগলে এই বিপত্তি ঘটে।

জানা গিয়েছে, হেলিকপ্টারটির কোনও ক্ষতি হয়নি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অক্ষত রয়েছেন। পাখির ধাক্কার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়। এদিকে জরুরি অবতরণের পরই মুখ্যমন্ত্রী বারাণসীর সার্কিট হাউজে ফিরে যান বলে জানা গিয়েছে। এখন রাজ্য সরকারের একটি বিমানে করে তিনি লখনউয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে। লখনউ থেকে সেই বিমানটি বারাণসী আসছে। এরপর মুখ্যমন্ত্রী সেই বিমানে করে রাজ্যের রাজধানীর উদ্দেশে যাত্রা করবেন।

বিস্তারিত আসছে…

বন্ধ করুন