বাংলা নিউজ > ঘরে বাইরে > Coimbatore car blast: আন্তর্জাতিক যোগ? NIA-র হাতে কোয়েম্বাত্তুর বিস্ফোরণের তদন্তভার দিচ্ছে তামিলনাড়ু

Coimbatore car blast: আন্তর্জাতিক যোগ? NIA-র হাতে কোয়েম্বাত্তুর বিস্ফোরণের তদন্তভার দিচ্ছে তামিলনাড়ু

কোয়েম্বাত্তুর বিস্ফোরণের তদন্তভার এনআইএয়ের হাতে তুলে দিচ্ছে তামিলনাড়ু। (ছবি সৌজন্যে পিটিআই)

Coimbatore car blast: সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালে কোয়েম্বাত্তুর বিস্ফোরণের মূল অভিযুক্ত মুবিনকে জেরা করেছিল এনআইএ। আইসিসের প্রচারের জন্য মুবিনকে জেরা করা হয়েছিল।

কোয়েম্বাত্তুর বিস্ফোরণের তদন্তভার এনআইএয়ের হাতে তুলে দিচ্ছে তামিলনাড়ু। যে ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই ঘটনায় আন্তর্জাতিক যোগ থাকতে বলে প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হচ্ছে।

গত রবিবার কোয়েম্বাত্তুরের একটি মন্দিরের কাছে গাড়িতে বিস্ফোরণ হয়। জমিশা মুবিন নামে যে ব্যক্তি পুড়ে মারা গিয়েছে, সেই গাড়ি চালাচ্ছিল। ওই গাড়িতে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় মুবিনকে প্রাথমিকভাবে মূল অভিযুক্ত হিসেবে মামলা রুজু করা হয়।সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালে মুবিনকে জেরা করেছিল এনআইএ। আইসিসের প্রচারের জন্য মুবিনকে জেরা করা হয়েছিল।

সেই বিস্ফোরণের ঘটনায় সোমবার রাতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুবিনের ওই পাঁচ সহযোগীর নাম হল - মহম্মদ থলকা (২৫), মহম্মদ আসারুধিন (২৫), মহম্মদ রিয়াজ (২৭), ফিরোজ ইসমাইল (২৭) এবং মহম্মদ নওয়াজ ইসমাইল (২৭)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কোয়েম্বাত্তুর সিটি কমিশনার কে বালাকৃষ্ণন বলেন, 'মিলিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। সবকিছু জেনেই মুবিনকে তার বাড়িতে সিলিন্ডার এবং বিস্ফোরক নিয়ে যেতে সাহায্য করেছিল রিয়াজ, নওয়াজ এবং ফিরোজ। একজন সমন্বয়ের দায়িত্বে ছিল। অপর একজন মুবিনকে গাড়ি দিয়েছিল।' 

আরও পড়ুন: দেশের এই বিমানবন্দরে পা রাখলেই দেখতে পাবেন রোবোটের কারসাজি! কীভাবে চলছে কর্মকাণ্ড?

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গত শনিবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ সাদা কাপড়ে জড়িয়ে ভারী কোনও বস্তু নিয়ে যাচ্ছে মুবিন এবং কয়েকজন সঙ্গী। মুবিনের বাড়ি থেকে বের করে সেই বস্তুটি নিয়ে যাওয়া যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, তিনজন ধৃত যুবককে ওই ভিডিয়োয় দেখা গিয়েছে। তারা দুটি এলপিজি সিলিন্ডার এবং তিনটি কৌটো নিয়ে যাচ্ছিল। ওই কৌটোগুলি উদ্ধার করেছে পুলিশ। ফরেন্সিক পরীক্ষার জন্য সেগুলি গবেষণাগারে পাঠানো হয়েছে। সেইসঙ্গে এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, যে গাড়িটি ব্যবহার করেছিল মুবিন, সেটি অনেকে ব্যবহার করত। সেই ১০ জনকেই চিহ্নিত করেছে পুলিশ।

সেই পরিস্থিতিতে বুধবার সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। কোয়েম্বাত্তুর বিস্ফোরণের ঘটনায় তদন্ত কতদূর এগিয়েছে, সে বিষয়ে জানতে চান। সেইসঙ্গে ভবিষ্যতে এরকম ঘটনা যাতে এড়ানো যায়, সেজন্য একটি স্পেশাল ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধ করুন