সাধারণত ইউনিফর্ম, ব্যাজ, জুতোর রঙ এগুলো দেখে বোঝা যায় বাহিনীর সংশ্লিষ্ট সদস্য ঠিক কোন পদমর্যাদার। পদমর্যাদার নিরিখে এই ইউনিফর্মের ভিন্নতা থাকে। তবে এবার পদস্থ সামরিক কর্তাদের ইউনিফর্মের মধ্যে সমতা আনতে চাইছে বাহিনী। এমনটাই সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।
আগামী ১ অগস্ট থেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার ও তার উপরের পদমর্যাদার সমস্ত আধিকারিকদের জন্য একই ইউনিফর্মের ব্যবস্থা করা হচ্ছে। তাঁরা কোন ক্যাডারের অন্তর্ভুক্ত বা তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি এক্ষেত্রে প্রযোজ্য হবে না। সামরিক সূত্র থেকে প্রাপ্ত খবর বলে উল্লেখ করেছে একটি ইংরেজি সংবাদমাধ্যম।
সামরিক সূত্র জানিয়েছে, আর্মি কমান্ডারসদের কনফারেন্স ও সংশ্লিষ্ট সমস্ত প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার শেষে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ অগস্ট থেকে এই এই পরিবর্তন লাগু হবে।
সামরিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মাথার টুপি, কাঁধে পদমর্যাদা সূচক ব্যাজ, বেল্ট, জুতো সবগুলিই সামরিক বাহিনীর সমস্ত পদস্থ কর্তাদের একইরকম হবে। তবে কর্নেল ও তার নীচের পদমর্যাদার আধিকারিকদের পোশাকের কোনও পরিবর্তন হবে না।
পিটিআই সূত্রে খবর, একটি কমন পরিচিতি আনার জন্য রেজিমেন্টেশনের উর্ধে উঠে সমস্ত পদস্থ সামরিক কর্তাদের মধ্যে ভিন্নতা দূর করার জন্য ভারতীয় সেনা এই একই ধরনের ইউনিফর্ম করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিগেডিয়ার ও তার উপরের সমস্ত পদস্থ সামরিক কর্তাদের জন্য় একই ধরনের পোশাক থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সেনার মধ্যে একটি বিশেষ সমতা আনার জন্য় এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী হবে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে ভারতীয় সেনাতে ব্রিগেডিয়ার ও তার উপরের মর্যাদার আধিকারিকরা সাধারণত কোনও ইউনিটকে কমান্ড করেন। ব্যাটেলিয়নের প্রধান হিসাবে থাকেন। সাধারণত তাঁরা হেডকোয়ার্টারসে পোস্টিং থাকেন। সূত্রকে উল্লেখ করে পিটিআই জানিয়েছে, সিনিয়র পদমর্যাদার আধিকারিকদের একটা স্ট্যান্ডার্ড ইউনিফর্ম থাকলে তাঁদের পরিচিতিও একই রকমের থাকবে। এতে ভারতীয় সেনার মূল আদর্শটাও প্রতিফলিত হবে।
এদিকে সংশ্লিষ্ট রেজিমেন্টের নিরিখে বর্তমানে নানা ধরনের ইউনিফর্ম থাকে। তবে এবার পদস্থ সামরিক কর্তাদের ইউনিফর্ম একই ধরনের হবে। সেখানে কোনও বিভেদ থাকবে না। তবে সেটা কেবলমাত্র ব্রিগেডিয়ার ও তার উপরের স্তরের পদস্থ সামরিক কর্তাদের ইউনিফর্ম একই ধরনের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।