বাংলা নিউজ > ঘরে বাইরে > মৌলবাদের বিরুদ্ধে গর্জন! মণ্ডপে তাণ্ডব, হিংসার প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

মৌলবাদের বিরুদ্ধে গর্জন! মণ্ডপে তাণ্ডব, হিংসার প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)

সাম্প্রদায়িকতার আগুনে ঝলসেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। তবে সেই আগুন নেভাতে পালটা গর্জে ওঠে বাংলাদেশের সাধারণ মানুষ।

বিগত বেশ কয়েকদিন ধরে সাংপ্রদায়িকতার আগুনে জ্বলেছে বাংলাদেশ। সেই আগুনে ঝলসেছেন সেদেশের সংখ্যালঘু হিন্দুরা। তবে সেই আগুন নেভাতে পালটা গর্জে ওঠে বাংলাদেশের সাধারণ মানুষ। পড়ুয়া থেকে সুশীল সমাজ, সবাই রাস্তায় নেমে এই হিংসার প্রতিবাদে সামিল হয়েছেন। দাঁড়িয়েছেন সংখ্যালঘুদের পাশে। বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে বাংলাদেশে আন্দোলনের আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই মতো শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 'সহিংসতার বিরুদ্ধে কনসার্ট'-এর আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত এই কনসার্ট চলে। তাতে অংশ নেয় বাংলাদেশের বহু নামকরা ব্যান্ড। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরাও সহিংসতার বিরুদ্ধে সরব হতে বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

অবলিক, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, সহজিয়া, শহরতলি, শিরোনামহীন, মেঘদল ছাড়াও একাধিক নামকরা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে। তাছাড়া কবিতা আবৃত্তি এবং মূকাভিনয়ও হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের আয়োজকদের দাবি, দেশের মানুষ হিন্দু-মুসলিম পরিচয়ের চেয়ে বাংলাদেশি পরিচয়েই পরিচিত হোক।

উল্লেখ্য, গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশে তীব্র হিংসা ছড়াতে শুরু করেছে। অভিযোগ, ওই দেশের কুমিল্লার একটি পুজো মণ্ডপে ভাঙচুরের পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপর বহু পুজো মণ্ডপ, মন্দিরে ভাঙচুর চালানো হয়। বিভিন্ন এলাকায় ৬৬টি হিন্দু বাড়িতে ভাঙচুর চালানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় অন্তত ২০টি বাড়ি। বহু মানুষ আক্রান্ত হয়েছেন। নোয়াখালির একটি ইসকন মন্দিরেও হামলা চালানো হয়। এই হিংসার ঘটনায় দেশজুড়ে ৭ জনের মৃত্যু হয়।

পরবর্তী খবর

Latest News

আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের আগে অলিম্পিক্সে পৌঁছে দেখান…, ট্রোলের মুখে নেটিজেনদের এক হাত নিলেন সাইনা বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL বয়স পেরিয়েছে ৫০, রাত দেড়টা পর্যন্ত অটো চালিয়ে সংসার সামলাচ্ছেন প্রৌঢ়া পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের… ISL শুরুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! মুনমুনের 'আমার দুর্গা' পাঠে চোখে জল কৌশিকীর, তবুও বিদ্রুপের শিকার আবৃত্তিকার!কেন ভিডিয়ো-বার্থ ডে পার্টিতে সিঙ্গার গিল-ড্যান্সার ইশান! উপভোগ করলেন শ্রেয়স-রাহুল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.