Condom in Wedding Kit: সরকারি স্কিমের আওতাধীন গণবিবাহে কন্ডোম, কন্ট্রাসেপটিভ পিল ‘ওয়েডিং কিট’-এ! চর্চা তুঙ্গে
Updated: 30 May 2023, 03:55 PM ISTঘটনা মধ্যপ্রদেশের জউবার। সেখানে থান্ডালায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের গণবিবাহের আয়োজন করা হয়। জউবার থান্ডালা এলাকায় ২৯৬ জন দম্পতির বিয়ে হয়েছে। সেখানেই নবদম্পতির বিয়ের ‘ওয়ডিং কিট’ এ আসা মেক আপ বক্সের ভিতর ছিল কন্ডোম।
পরবর্তী ফটো গ্যালারি