বাংলা নিউজ > ঘরে বাইরে > 'মমতাই বিজেপি বিরোধী শক্তির পিলার,' বলছেন কংগ্রেস এমপি, মানবেন অধীর চৌধুরী?

'মমতাই বিজেপি বিরোধী শক্তির পিলার,' বলছেন কংগ্রেস এমপি, মানবেন অধীর চৌধুরী?

মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী. (HT Photo) (HT_PRINT)

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দাবি কংগ্রেসকে বাদ দিয়েই একতাবদ্ধ হতে হবে। এনিয়ে শিবসেনার সঙ্গেও দেখা করেছেন তিনি। শেষ পর্যন্ত জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী শক্তি আদৌ কতটা এক ছাতার তলায় আসতে পারবে তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে।

মঙ্গলবারই বিজেপি বিরোধী দলগুলিকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিজেপির বিরুদ্ধে জাতীয় ক্ষেত্রে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন নেত্রী। আর এবার রাজ্যসভার কংগ্রেস এমপি অভিষেক সিংভি বুধবার জানিয়ে দিলেন ‘বিজেপি বিরোধী শক্তির স্তম্ভ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়ে এটা খুব প্রয়োজন’ বলেও উল্লেখ করেছেন তিনি। টুইট করে তিনি লিখেছেন, 'সমস্ত উপাদানকে একজোট করতে হবে যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়ে যায়। রাজ্যস্তরেও এটা করতে হবে। বিজেপি সবথেকে বেশি কখনই ৩৯ শতাংশের বেশি ভোট পায়নি। মমতা ও অন্যান্যদের বিজেপি বিরোধী শক্তিকে এককাট্টা করার ক্ষমতা আছে।'কিন্তু কংগ্রেস সাংসদের এই বক্তব্যের সঙ্গে বাংলার কংগ্রেস নেতৃত্ব কতটা একমত হবেন তা নিয়ে সংশয়টা অবশ্য থেকেই গিয়েছে।

কংগ্রেস নেতা অধীর চৌধুরী বরাবরই মমতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেসকে শেষ করে জাতীয় ক্ষেত্রে বিজেপিকে টিকিয়ে রাখার জন্য মমতা চেষ্টা করেন বলেও মত একাধিক কংগ্রেস নেতৃত্বের। অন্যদিকে জাতীয় ক্ষেত্রে কংগ্রেসকে বাদ দিয়েও একতাবদ্ধ হতে চাইছেন কেউ কেউ। যেমন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দাবি কংগ্রেসকে বাদ দিয়েই একতাবদ্ধ হতে হবে। এনিয়ে শিবসেনার সঙ্গেও দেখা করেছেন তিনি। শেষ পর্যন্ত জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী শক্তি আদৌ কতটা এক ছাতার তলায় আসতে পারবে তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.