কেরলে স্থানীয় উপ-নির্বাচনে বড় জয় পেল কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট। ২৯টি ওয়ার্ডের মধ্যে ইউডিএফ পেয়েছে ১৪টি আসন। বামেদের জোট পেয়েছে ১২টি আসন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২টি আসন। আর নির্দলের দখলে গিয়েছে একটি আসন।
এদিকে ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে শাসন ক্ষমতায় থাকা লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট তিনটি আসন হারিয়েছে। বিজেপি হারিয়েছে একটি আসন। অন্যদিকে ইউডিএফ উপনির্বাচনে অন্তত ৫টি বাড়তি আসন জিততে পেরেছে। আলাপুঝা ও এরনাকুলাম জেলায় ইউডিএফ উল্লেখযোগ্য স্থান পেয়েছে বলেই খবর।
এমনকী উত্তর কেরলের কোঝিকোড় আর ওয়ানাড়ে এলডিএফের কাছ থেকে একটি ওয়ার্ড ছিনিয়ে নিয়েছে ইউডিএফ। আলাপুঝার কার্তিকাপল্লিতে এলডিএফকে তৃতীয় স্থানে সরিয়ে দিয়েছে বিজেপি। আর এখানে গেরুয়া শিবিরের একেবারে জয়জয়কার।
রাজ্য কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ বলেন, পিনারাই বিজয়ন সরকারের দুর্নীতির বিরুদ্ধে এটা একটি বড় আঘাত। একাধিক বাম দুর্গে ফাটল ধরাতে পেরেছে ইউজিএফ। এই ফলাফল ২০২৪ সালের সংসদ নির্বাচনেও প্রতিফলিত হবে।
এদিকে ২০১৯ সালের সংসদ নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ পেয়েছিল ১৯টি আসন। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এলডিএফ ফের কিছুটা ক্ষমতা ফিরে পায়। সিপিএমের এক নেতার মতে, কেন এমন ফলাফল হল তা পর্যালোচনা করা হবে।