মনমোহন সিং সরকারের মানহানি করার জন্য প্রাক্তন সিএজি বিনোদ রাইকে আক্রমণ করল কংগ্রেস। বিনোদ রাইকে ক্ষমাও চাইতে বলল হাত শিবির। কংগ্রেস আজ বিনোদ রাইয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করে যে তাঁর 'মিথ্যাচারের' জন্য সমগ্র জাতির কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।
শুক্রবার এক প্রেস সংবাদ সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা দাবি করেন, কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের কাছে বিনোদ রাইয়ের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। উল্লেখ্য, এর আগে বিনোদ রাই দাবিতে করেছিলেন যে ২জি স্পেকট্রাম নিলামের রিপোর্ট যাতে নিরুপমের নাম না থাকে তার জন্য ডঃ মনমোহন সিং-এর উপর চাপ সৃষ্টি করেছিলেন কংগ্রেস নেতা।
পবন খেরা আজ বলেন, 'আমরা দাবি করছি যে কাঠপুতুল নম্বর ওয়ান বিনোদ রাই যেন নিঃশর্ত ক্ষমা চান। দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর। শুধু সঞ্জয় নিরুপমের কাছে নয়, তিনি সমগ্র দেশের কাছে ক্ষমা চান। সবাইকে বোকা বানিয়েছেন তিনি। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে একটি জনপ্রিয় নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছিল। প্রধান ষড়যন্ত্রকারীদের একজন বিনোদ রাই। গতকাল কংগ্রেস সাংসদ সঞ্জয় নিরুপমের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং স্বীকার করেছেন যে তিনি মিথ্যা বলেছেন। এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে গত সাত বছরে। ২জি বরাদ্দ ইস্যুতে এবং কয়লা ব্লক ইস্যুতে আদালতের মাধ্যমে দুই বার ক্লিন চিট দেওয়া হয়েছে ডঃ মনমোহন সিংকে।'