কর্ণাটকে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে জয়ের পর কংগ্রেস এই মুহূর্তে নির্ধারণ করছে সেরাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। রবিবার বিকেল ৫.৩০ থেকে কর্ণাটকে সমস্ত জয়ী কংগ্রেস বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকেই স্থির হয় যে, কর্ণাটকে আগামীর মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্থির করবেন পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন এটাই যে, কর্ণাটকে দুই দোর্দণ্ডপ্রতাপ স্থানীয় কংগ্রেস নেতার মধ্যে কে হতে চলেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে হেভিওয়েট বর্ষীয়ান সিদ্দারামাইয়া, অন্যদিকে, অগ্নিপুরুষ ডিকে শিবকুমার। দুই নেতার মধ্যে থেকে একজনক বেছে নিতে হবে কংগ্রেসকে। এই বিষয়ে আলোচনা করতে রবিবার বিকেলে বৈঠকে বসেন কর্ণাটকের জয়ী কংগ্রেস বিধায়করা। তাঁদের বৈঠকে স্থির হয় যে, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম বেছে নেবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কর্ণাটকের ভূমিপুত্র মল্লিকার্জুন খাড়গের এই সিদ্ধান্ত কবে আসবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
( Rajasthan Election: কর্ণাটকের পর পাখির চোখ রাজস্থানে, কী কৌশল নিতে পারে বিজেপি, কংগ্রেস?)
কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে এদিন সিদ্ধান্ত হয় যে, ‘ কংগ্রেস পরিষদীয় দলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে কংগ্রেসের সভাপতি এতদ্বারা কংগ্রেস আইনসভা দলের নতুন নেতা নিয়োগের জন্য অনুমোদিত।’ এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আজ সিএলপি সভা অনুষ্ঠিত হবে এবং হাইকমান্ডের কাছে রিপোর্ট পাঠাব,পরে হাইকমান্ড সময়মতো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে। ’ উল্লেখ্য, কংগ্রেসের তরফে কর্ণাটক ভোটের পর্যবেক্ষক ছিলেন সুশীল কুমার শিণ্ডে, জিতেন্দ্র সিং, দীপক বাবারিয়া। তাঁদের তত্ত্বাবধানে কর্ণাটকে সুপরিকল্পিত পদ্ধতিতে প্রচার চালিয়েছে কংগ্রেস। সামনে রেখেছে তাদের ইস্তেহার। এদিকে, স্থানীয় পর্যায়ে ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ারা ভোট ময়দানে জনপ্রিয়তার নিরিখে দেখিয়েছেন দাপট। ফলে সেই জায়গা থেকে সিদ্দা ও শিবকুমারের মধ্যে থেকেই কংগ্রেস একজনকে বেছে নেবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকের আগে শিবকুমার ও সিদ্দারামাইয়ার সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন পর্যবেক্ষকরা। এদিকে, কর্ণাটকে ইতিমধ্যেই শিবকুমার ও সিদ্দারামাইয়ার সমর্থকরা তাঁদের নিজস্ব নেতাদের মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে আলাদা আলাদা পোস্টার তুলে ধরেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup