কেরলে অক্ষত রইল চান্ডির গড়। সিপিএমকে বড় ব্যাবধানের হারিয়ে গড় দখলে রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির ছেলে চান্ডি ওমেন।
কেরলের পুথুপুল্লি বিধানসভায় ১৯৭০ সাল থেকে টানা ১২ বার জেতেন কংগ্রস নেতা ওমেন চান্ডি। মাসখানেক আগে তাঁর মৃত্যুতে আসনটি খালি হয়ে যাওয়ায় উপনির্বাচন হয়। উপনির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইডিএফের প্রার্থী হন তাঁর ছেলে চান্ডি ওমেন। তিনি নিকটবর্তী সিপিএম প্রার্থী জ্যাক থমাসকে ৩৬ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ভোট ৬১ শতাংশ পেয়েছেন ওমেন। সেখানে বিজেপি প্রার্থী জি লিজিনলাল পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট। তাঁর জামানত জব্দ হয়েছে।
প্রসঙ্গত, দুবছর আগে বিধানসভা নির্বাচনে পুথুপল্লীতে ৯ হাজার ভোটে জেতেন ওমেন চান্ডি। তাঁর ছেলে উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন। তিনি পেয়েছেন ৮০ হাজার ১৪৪ ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী থমাস পেয়েছেন ৪২ হাজার ৪২৫ ভোট। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৬,৫৫৮ ভোট।
আসনটি জিততে এবার কোমর বেঁধে নেমেছিল বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনিকে প্রচারে নামিয়েছিল (তিনি কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন)। সেখানে বিজেপি লাভ কিছুই হল না। উল্টে ভোট কমেছে তাদের। দু'বছর আগে পুথুপল্লি কেন্দ্র ৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। এবার তা ৩ শতাংশ গিয়ে ঠেকেছে। দু'বছরে ভোট কমেছে ৬ শতাংশ।
(পড়তে পারেন। খেলা ঘুরে গেল! বিজেপির হাত ধরল জেডিএস, কর্ণাটকে আসন সমঝোতার কথা ঘোষণা ইয়েদুরিয়াপ্পার)
ওমেন যুব কংগ্রেসের আউটরিচ সেলের জাতীয় আহ্বায়ক। তিনি গত বছর রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় পুরো সময় অংশ নিয়েছিলেন। যুব কংগ্রেস এই সক্রিয় কর্মীকে তাঁর বাবার কেন্দ্রেই প্রার্থী করা হয়।
শুক্রবার দুপুরে যখন নির্বাচন কমিশনের ফল ওমেনের জয়ের ইঙ্গিত দিচ্ছিল, সেই সময় তিনি বাড়ি থেকে বাড়িয়ে বাবার কবরের কাছে যান, হাঁটু গেড়ে বসে হাউ হাউ করে কাঁদতে থাকেন। জয়ের খবর প্রকাশিত হতেই এক সাংবাদিক সম্মেলনে ওমেন বলেন, 'আমি একে বাবার ১৩ তম বিজয় বলে মনে করি। এই জয় তাঁদের যাঁরা তাঁকে ভালবাসেন।'