বাংলা নিউজ > ঘরে বাইরে > Angkita Dutta Expelled from Congress: রাহুল ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে হেনস্থা অভিযোগ করা নেত্রীকে বহিষ্কার করল কংগ্রেস

Angkita Dutta Expelled from Congress: রাহুল ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে হেনস্থা অভিযোগ করা নেত্রীকে বহিষ্কার করল কংগ্রেস

অসমের নেত্রী অঙ্কিতা দত্ত।

অসমের প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তর মেয়ে অঙ্কিতা অসম যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। তবে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সম্প্রতি। এরপরে শ্রীনিবাস এবং তাঁর যুব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সচিব বর্ধান যাদবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে টুইট করেছিলেন অঙ্কিতা। এহেন অঙ্কিতাকে দল থেকে বহিষ্কার করা হল।

রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুব কংগ্রেস সভাপতি বিভি শ্রীনিবাসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে জাতীয় রাজনীতি তোলপাড় করেছিলেন অসমের নেত্রী অঙ্কিতা দত্ত। এহেন অঙ্কিতাকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করল কংগ্রেস। প্রসঙ্গত, অসমের প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তর মেয়ে অঙ্কিতা অসম যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। তবে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সম্প্রতি। এরপরে শ্রীনিবাস এবং তাঁর যুব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সচিব বর্ধান যাদবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে টুইট বোমা ফাটিয়েছিলেন অঙ্কিতা। এই আবহে 'দলবিরোধী কার্যকলাপে'র জন্য অঙ্কিতাকে দল থেকে বহিষ্কার করা হল।

অসমের রাজনীতিতে দত্ত পরিবার চিরকালই গান্ধী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অঙ্কিতার ঠাকুরদাও ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। তরুণ গগৈর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন অঙ্কিতার বাবা অঞ্জন দত্ত। এহেন পরিবারের সদস্য শ্রীনিবাসের বিরুদ্ধে তোপ দাগায় তোলপাড় শুরু হয় অসম এবং দিল্লির রাজনৈতিক মহলে। এদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ওপর 'ভরসা রাখার' বার্তা দিয়েও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অঙ্কিতা। তাঁর দাবি, হেনস্থার বিষয়ে বহু মাস আগে জানানো হলেও এখনও কোনও পদক্ষেপ করা হয়নি শ্রীনিবাসের বিরুদ্ধে। এদিকে দিল্লির রাজনৈতিক মহলে শ্রীনিবাস রাহুল ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত। সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই শ্রীনিবাস নিজের 'ক্ষমতা' প্রদর্শন করছেন বলে অভিযোগ করেছিলেন অঙ্কিতা।

অঙ্কিতার অভিযোগ ছিল, শ্রীনিবাস অনবরত তাঁকে হেনস্থা করেছেন। লিঙ্গের ভিত্তিতে তাঁর সঙ্গে ভেদাভেদ করেছেন। এদিকে শ্রীনিবাস ঘনিষ্ঠ বর্ধন যাদবও তাঁর সঙ্গে অনবরত খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ অঙ্কিতার। অসম যুব কংগ্রেসে লবিবাজি করা হচ্ছিল বলে অভিযোগ। অঙ্কিতার আরও অভিযোগ, তিনি দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে একাধিকবার এই হেনস্থার কথা জানিয়েছেন। তবে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে তাঁর অভিযোগ। তিনি আরও জানান, ভারত জোড়ো যাত্রার সময় জম্মুতেও বিষয়টি রাহুলের কানে তুলেছিলেন অঙ্কিতা। কংগ্রেস হাইকমান্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অঙ্কিতা বলেছিলেন, 'আমি একজন মহিলা নেত্রী। আমাকেই যদি এহেন হেনস্থার শিকার হতে হয়, তাহলে আমি বাকি মহিলাদের কীভাবে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করব?' এদিকে অঙ্কিতার এই অভিযোগের পরই যুব কংগ্রেসের অফিশিয়াল টুইট হ্যান্ডেল থেকে জানানো হয় যে অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। আর এবার তাঁকে দল থেকেই বহিষ্কার করা হল।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

এবার বিসর্জনের বাবুঘাটেও উঠল স্লোগান, জাস্টিস ফর আরজি কর! পুলিশ কি এবার ধরবে? আটপৌরে শাড়িতে যেন রাজ-রানি! ঢাকের তালে সিঁদুর খেলায় মাতলেন কাজল, চলল কোলাকুলি ‘আসছে বছর আবার হবে’ বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান এই শুভেচ্ছাবার্তা দীপাবলির আগে রাজপুত্রের উদয়, ৩ রাশির হবে আচমকা অর্থ লাভ, মিটবে অমীমাংসিত কাজ 'আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল…' RSS প্রধান মোহন ভাগবতকে নিশানা করলেন কুণাল হোটেলের কনফারেন্স হল বুকিং করেও বাতিল, তেতে উঠল বেসরকারি হাসপাতালের ডাক্তাররা হাড় হিম করা ছবি বিশ্বকাপে! মাঠে আছড়ে পড়ে যন্ত্রণায় ছটফট করলেন অজি তারকা-Video বাংলাদেশে পুজোয় ৩৫টি অপ্রীতিকর ঘটনা, নেওয়া হয়েছে পদক্ষেপ, জানালেন IGP 'বারবার হচ্ছে, এবার…..', দুর্গাপুজোয় বোমা ছোড়ার পরে বাংলাদেশকে হুঁশিয়ারি ভারতের অষ্টমীর রাতে লোকালয়ে ঢুকে তাণ্ডব দাঁতালের, হাতির হানায় মৃত্যু শিশুর, আহত মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.