বাংলা নিউজ > ঘরে বাইরে > একের পর এক প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার, উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখেই নকশা

একের পর এক প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার, উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখেই নকশা

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। (ছবি সৌজন্য পিটিআই)

মহিলাদের জন্য ইতিমধ্যেই তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাস্টারস্ট্রোক দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তবে তিনি যে প্রতিশ্রুতি ও কাজ করবেন বলেছেন সেটা শুধুমাত্র উত্তরপ্রদেশের জন্য। গোটা ভারতের জন্য নয় বলে জানিয়েছেন কংগ্রেসের দু’‌জন স্ট্র‌্যাটেজিস্ট। মহিলাদের জন্য ইতিমধ্যেই তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন। ‘‌সেই প্রতিশ্রুতিগুলি উত্তরপ্রদেশ নির্বাচনকে মাথায় রেখেই’‌ বলে জানিয়েছেন ওই দুই নির্বাচনী কৌশলী।

কী প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয়াঙ্কা?‌ নির্বাচনী প্রচার তিনি শুরু করেছেন। উত্তরপ্রদেশে গিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ৪০ শতাংশ মহিলাদের এই নির্বাচনে টিকিট দেওয়া হবে। একইসঙ্গে নতুন সরকার গঠন করলে তাঁরা মহিলাদের অগ্রাধিকারের ভিত্তিতে চাকরির সুযোগ দেবে। একইসঙ্গে মহিলাদের তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে বছরে। সরকারি বাসে মহিলাদের টিকিট কাটতে হবে না। ছাত্রীদের দেওয়া হবে স্কুটি এবং স্মার্টফোন।

দলের অন্দরের খবর, উত্তরপ্রদেশ এবং বিহারে যে রাজনীতি করেছে বিজেপি, সমাজবাদী পার্টি এবং বহজন সমাজবাদী পার্টি তার থেকে একটু আলাদা করছে কংগ্রেস। সেটা হল–এই প্রতিশ্রুতি একটি শ্রেণীভিত্তিক রাজনীতি তৈরি করছে। তাতে ফল ভালো হতে পারে। আবার খারাপও হতে পারে। তবে এই মহিলাদের প্রতি প্রতিশ্রুতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেসের ভোটকুশলী বলেন, ‘‌এই প্রতিশ্রুতিগুলি নিয়ে নিঃসন্দেহে একটি এসওপি রয়েছে মহিলাদের জন্য। তবে তা প্রত্যেক রাজ্যের এবং জাতীয় নির্বাচনের জন্য। কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা প্রিয়াঙ্কা গান্ধীর মাস্টারস্ট্রোক। তিনি অনেক বড় ঘোষণা করেছেন। আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে পৃথক ইস্তেহার তৈরি হবে।’‌ উল্লেখ্য, আরও প্রতিশ্রুতির মধ্যে রয়েছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে ১০ হাজার টাকা পারিশ্রমিক। বিধবাদের হাজার টাকা পেনশন এবং ৭৫টি ভোকেশনাল স্কুল খোলা হবে।

ঘরে বাইরে খবর

Latest News

চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.