লাল কেল্লা থেকে আজ স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। প্রধানমন্ত্রীর বক্তৃতার পরই এর জবাবে ময়দানে নামে কংগ্রেস। মোদীর বিরুদ্ধে ঐতিহ্য পরিবর্তনের অভিযোগ করে কংগ্রেস। কৃষকদের আয় বৃদ্ধি, সবার জন্য বাড়ি-র মতো প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মোদী সরকারকে তোপ দাগে কংগ্রেস। এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী গান্ধীদের নাম না নিয়েই স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্রের কথা বলেছিলেন। এতেই খোঁচা খেয়ে পালটা আক্রমণে নামে কংগ্রেস। (আরও পড়ুন: আগামী ২৫ বছরের নীল নকশা থেকে নেহরু স্মরণ, একনজরে মোদীর ‘স্বাধীনতা মন্ত্র’)
কংগ্রেস নেতা পবন খেরা এদিন বলেন যে স্বাধীনতা দিবস রাজনৈতিক ইস্যু উত্থাপন করার দিন নয়, তবে প্রধানমন্ত্রী মোদী সেই ঐতিহ্য পরিবর্তন করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটিও তিনি পূরণ করেননি।’ তিনি আরও বলেন, '১৫ লাখ, কৃষকের আয় দ্বিগুণ, সবার জন্য বাড়ি দেওয়ার প্রতিশ্রুতির কী হল।'
আরও পড়ুন: ১৯৪৭ সালে ১০ কিলো সোনার দাম আজকের দিনের বিমান টিকিটের থেকে সস্তা ছিল!
প্রধানমন্ত্রীর স্বজনপ্রীতি ইস্যুতে খেরা বলেন, ‘আমি মনে করি এটা বিজেপির অভ্যন্তরীণ ইস্যু।’ তিনি বলেন, 'শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীই নিশ্চিত করতে পারেন যে তাঁর আক্রমণ তাঁর নিজের মন্ত্রীদের বা তাঁর ছেলেদের ওপর ছিল কি না। কাদের উপর তিনি হামলা করেছেন তা আমরা জানি না। কিন্তু গত ৮ বছরের রিপোর্ট কার্ড চায় দেশ।’
আরও পড়ুন: ১৯৪৭ সালে কত দাম ছিল পেট্রল, দুধের? সিনেমা দেখতে খরচ হত কত?
কংগ্রেস নেতা বলেন, ‘স্বাধীনতা দিবস একটি ঐতিহাসিক দিন এবং আজকের উপলক্ষটি আরও বিশেষ কারণ এটি স্বাধীনতা দিবসের ৭৫তম বছর পূরণ করল দেশ। সারা বিশ্ব যখন লাল কেল্লার দিকে তাকিয়ে ছিল, তখন তাঁর (প্রধানমন্ত্রী মোদীর) কাছ থেকে আরও পরিপক্ক বক্তৃতা আশা করা হয়েছিল।’