বাংলা নিউজ > ঘরে বাইরে > 'মোদীর কথা শুনবে RSS?', DP-তে তেরঙা হাতে নেহরুর ছবি দিয়ে কটাক্ষ কংগ্রেস নেতার

'মোদীর কথা শুনবে RSS?', DP-তে তেরঙা হাতে নেহরুর ছবি দিয়ে কটাক্ষ কংগ্রেস নেতার

তেরঙা হাতে নেহরুর ছবি ডিপিতে দিয়েছেন রাহুল গান্ধীরা (বাঁদিকে), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডানদিকে)। (ছবি সৌজন্যে, টুইটার @RahulGandhi এবং রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)

Har Ghar Tiranga: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে তেরঙার ছবি রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর আর্জিতে কংগ্রেস নেতারাও সাড়া দেন। রাহুল গান্ধীর ‘ডিপি’-তে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে তেরঙা দেখা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জি মেনে টুইটারের 'ডিপি' পালটালেন। সেইসঙ্গে খোঁচা দিতেও ছাড়লেন না কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রশ্ন করলেন, ৫২ বছর পর্যন্ত নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরআরএস) সদর দফতরে কেন তেরঙা উত্তোলন করা হয়নি?

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করা হচ্ছে। পালন করা হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে তেরঙার ছবি রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার নিজে টুইটারের ‘ডিপি’-তে (ডিসপ্লে পিকচার) তেরঙার ছবি রাখেন। একই কাজ করেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন: PM Modi Changes DP To National Flag: ‘বিশেষ ২ অগস্ট’-এ ‘প্রোফাইল পিকচার’ বদলালেন মোদী, অনুসরণ শাহ-হিমন্তদের

স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রীর আর্জিতে কংগ্রেস নেতারাও সাড়া দেন। রাহুল গান্ধী টুইটারের ‘ডিপি’-তে তেরঙার ছবি রাখেন। তাঁর ‘ডিপি’-তে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে তেরঙা দেখা গিয়েছে। সঙ্গে তিনি লিখেছেন, 'দেশের গৌরব হল আমাদের তেরঙা। প্রত্যেক হিন্দুস্তানির হৃদয়ে আছে আমাদের তেরঙা।'

রাহুলের মতোই টুইটারের ‘ডিপি’ পালটে ফেলেছেন কংগ্রেসের ছোটো-বড় নেতারা। তারইমধ্যে খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম। নেহরুর হাতে তেরঙা থাকা ছবি টুইটারের ‘ডিপি’ করে কংগ্রেস নেতা বলেন, ‘তেরঙা হাতে থাকা আমাদের নেতা নেহরুর ছবি ডিপি করছি। কিন্তু মনে হচ্ছে, প্রধানমন্ত্রীর বার্তা তাঁর পরিবারে (আরআরএস) গিয়ে পৌঁছায়নি। যারা ৫২ বছর পর্যন্ত নাগপুরে নিজেদের সদর দফতরে তেরঙা উত্তোলন করেনি। ওরা কি প্রধানমন্ত্রীর কথা রাখবে?’

আরআরএসের প্রতিক্রিয়া

আরআরএসের নেতারা কেন টুইটারের প্রোফাইল পিকচারে তেরঙার ছবি দেয়নি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে। তা নিয়ে সংঘের এক শীর্ষ নেতা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘এরকম বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। আরএসএস ইতিমধ্যেই হর ঘর তিরঙ্গা এবং আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচিতে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে। জুলাইয়েই সংঘের তরফে জানানো হয়েছিল, সরকারি, বেসরকারি সংস্থা এবং সংঘের সঙ্গে যুক্ত সংস্থাগুলি এই সংক্রান্ত যে যে কর্মসূচি পালন করবে, তাতে সমর্থন রয়েছে। জনগণ এবং স্বয়ংসেবকদের এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানানোর জন্য এবং অংশগ্রহণের জন্যও আবেদন করেছিল সংঘ।’ সংঘের অভিযোগ, যেই রাজনৈতিক দল এই অভিযোগ তুলছে, তারাই এই দেশের বিভাজনের জন্য দায়ী।

ঘরে বাইরে খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.