কংগ্রেসের শীর্ষ নেতা এবার হ্যাকারদের কবলে পড়লেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, তাঁর মোবাইল–ল্যাপটপ–সার্ভার সব হ্যাক হয়ে গিয়েছে। আজ, শনিবার এই কথা নিজেই জানালেন ওই কংগ্রেস নেতা। শুধু তাই নয়, একসপ্তাহ ধরে বারবার ওই কংগ্রেস নেতার মোবাইল, ল্যাপটপ এবং সার্ভার হ্যাক করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এমনকী ওই হ্যাকাররা কংগ্রেসের শীর্ষনেতাকে হুমকি দিচ্ছে, ১০ হাজার ডলার ক্রিপ্টোকারেন্সিতে দিলেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তিনি। এমন পরিস্থিতিতে পড়ে সংবাদসংস্থায় গোটা বিষয়টি তুলে ধরেছেন ইন্ডিয়ান ওভারশিস কংগ্রেসের চেয়ারপার্সন শ্যাম পিত্রোদা।
এদিকে এই ঘটনায় তিনি রীতিমতো চমকে গিয়েছেন। আতঙ্কিত হয়ে পড়েছেন যে, তাঁর সব তথ্য প্রকাশ্যে না চলে আসে। সেখানে রাজনৈতিক এবং অর্থনৈতিক অনেক তথ্যই থাকতে পারে। কারা এই হ্যাকিংয়ের নেপথ্যে আছে? সেটা জানতে চান শ্যাম। এই ঘটনা নিয়ে সংবাদসংস্থা এএনআই–কে ইমেল করে শ্যাম পিত্রোদা বলেন, ‘আমি আপনাদের সবার নজরে আনতে চাই যে, আমার ল্যাপটপ, স্মার্টফোন, সার্ভার সব প্রতিনিয়ত হ্যাক করা হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে আমাকে এসব সহ্য করতে হচ্ছে।’ এই মন্তব্য থেকেই স্পষ্ট সাইবার ক্রাইমের সঙ্গে যুক্তরা আবার সক্রিয় হয়ে উঠেছে। টাকা রোজগার করতেই এই পথ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নতুন দক্ষিণপন্থী রাজনৈতিক দল আসছে বাংলায়, নির্বাচন কমিশনে আবেদন, দাবি সেলিমের
অন্যদিকে এই যন্ত্রণা যখন সহ্য করছেন কংগ্রেসের শীর্ষনেতা তখন তাঁর উপর আরও চাপ বাড়ানো হল। রীতিমতো ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ শ্যাম পিত্রোদার। এই বিষয়ে তাঁর বক্তব্য, ‘এখন হ্যাকাররা হুমকি দিতে শুরু করেছে। ১০ হাজার ডলার ক্রিপ্টোকারেন্সিতে দাবি করেছে। আমি যদি তা না দিই তাহলে ভুয়ো তথ্য আমার বিরুদ্ধে ছড়িয়ে দেবে, আমায় কালিমালিপ্ত করবে এবং আমার পরিচিত লোকজনের সঙ্গে যোগাযোগ করবে আমারই নেটওয়ার্ক দিয়ে।’ এই হুমকি যে তাঁকে বেশ বিপাকে ফেলেছে এবং চিন্তায় ফেলেছে সেটা তাঁর মন্তব্য থেকেই স্পষ্ট।
এছাড়া শীর্ষ কংগ্রেস নেতা সতর্ক করে দিয়েছেন যে, তাঁর পাঠানো ইমেলে যদি কোনও লিঙ্ক থাকে সেখানে যেন ক্লিক কেউ না করেন। হ্যাকাররা তাঁদের সর্বনাশ করতে পারে। শ্যাম পিত্রোদার কথায়, ‘আমার নাম করে কোনও ইমেল বা মেসেজ পান তাহলে তাতে ক্লিক করবেন না। বরং সেটাকে ডিলিট করে দেবেন। কারণ ম্যালওয়ারের মাধ্যমে ক্ষতি করতে পারে হ্যাকাররা। এখন আমি সমস্ত যন্ত্রকে ঠিক করার কাজ করছি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার ঠিক করে সুরক্ষিত করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কদিন যোগাযোগ রাখতে পারব না বলে।’