বাংলা নিউজ > ঘরে বাইরে > Parliamentary committee: তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন পদ থেকে বাদ কংগ্রেস

Parliamentary committee: তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন পদ থেকে বাদ কংগ্রেস

সংসদভবন। ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস। (Hindustan Times)

স্থায়ী কমিটির চেয়ারপার্সনের পদ থেকে সরানোর বিষয়টি আগেই লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে জানিয়ে দেওয়া হয়েছিল। এবার থেকে স্বরাষ্ট্র, তথ্য প্রযুক্তি, অর্থ ও স্বাস্থ্য, বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির পদে বিজেপি এবং এনডিএ শরিক দলদেরই হাতে রাখা হল।

দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের হাতে ছিল তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সনের পদ। এবার কংগ্রেসের কাছ থেকে সেই পদ কেড়ে নিল বিজেপি। কংগ্রেসের পাশাপাশি নতুন সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা হয়নি তৃণমূল কংগ্রেসের। সমাজবাদী পার্টির কাছ থেকেও সংসদীয় স্থায়ী কমিটির পদ কেড়ে নেওয়া হয়েছে। খবর কমপক্ষে চারজন সংসদীয় স্থায়ী কমিটিতে চেয়ারম্যানের পদ হারিয়েছেন।

Census: শুধু তথ্য নির্ভর হলে চলবে না! আদমশুমারি নিয়ে সংসদীয় কমিটির নয়া বার্তা

স্থায়ী কমিটির চেয়ারপার্সনের পদ থেকে সরানোর বিষয়টি আগেই লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে জানিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হল। এবার থেকে স্বরাষ্ট্র, তথ্য প্রযুক্তি, অর্থ ও স্বাস্থ্য, বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির পদে বিজেপি এবং এনডিএ শরিক দলদেরই হাতে রাখা হল। এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধী। যদিও এ বিষয়ে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) উদাহরণ টেনে আনছেন।

প্রসঙ্গত, কংগ্রেসকে বাদ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই অধীর রঞ্জন চৌধুরী দু'বার লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে বিষয়টির প্রতিবাদ জানিয়েছিলেন। অধীরের মতে, ‘এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এর কড়া নিন্দা করছি।’ উল্লেখ্য আগে তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটির চেয়ারপার্সন পদে ছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বর্তমানে এই পদের নতুন চেয়ারম্যান করা হয়েছে শিবসেনার প্রতাপরাও যাদবকে। কংগ্রেস রাসায়নিক ও সার এবং বাণিজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

মস্কোয় সন্ত্রাসী হামলার পর এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.