সোশ্য়াল মিডিয়ায় একেবারে ঝড় তুলে দিয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের গুন্নোর এলাকা থেকে নির্বাচিত এক কংগ্রেস বিধায়ক এক মহিলা নর্তকীর হাত ধরে নাচছেন। আর নাচতে নাচতেই একেবারে ঠোঁট দিয়ে নর্তকীকে টিপস দিলেন ওই কংগ্রেস বিধায়ক।
শিবদয়াল বাগরি। কংগ্রেস বিধায়ক। পান্না জেলা থেকে তিনি নির্বাচিত । বুন্দেলখণ্ড এলাকায় তিনি রাই নাচে অংশ নিয়েছিলেন। তবে বিধায়কের এই নাচকে ঘিরে শোরগোল চরমে। এনিয়ে তুমুল কটাক্ষ করছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য মুখপাত্র নরেন্দ্র সালুজা জানিয়েছেন, কংগ্রেস নেতৃত্বকে বলতে হবে বিধায়কের এই আচরণ কি উপযুক্ত? কংগ্রেস কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে?
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে নাচছেন ওই বিধায়ক। তার অনুগামীরাও চারপাশে নাচানাচি করছেন। একটা সময় তিনি ঠোঁটে করে মহিলার ঠোঁটের ফাঁকে গুজে দিলেন টিপস। এই ভিডিয়ো একেবারে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিধায়কের এই আচরণকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন নাচ পর্যন্ত তবু ঠিক আছে। কিন্তু তিনি যেভাবে নিজের ঠোঁট দিয়ে নর্তকীর ঠোঁটে টাকা গুঁজে দেন তা অনেকেই মেনে নিতে পারছেন না। একজন বিধায়কের কাছে এটা প্রত্যাশার নয়। বলছেন নেটিজেনরা।
এদিকে ইতিমধ্য়েই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে এই নাচকে ঘিরে। ঐতিহ্য়শালী নাচকে ওই বিধায়ক একেবারে অশ্লীলতায় পূর্ণ করেছেন বিধায়ক এমন অভিযোগ উঠছে। তবে এনিয়ে কংগ্রেসের তরফে কোনও বক্তব্য পাওয়া যায় নি। তবে বিজেপি এই ঘটনায় তীব্র খোঁচা দিচ্ছেন।