প্রথমে ২০১৪, তারপর ২০১৯ - পরপর দু'বারই হরিয়ানার মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে নেমে সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন রোহতকের কংগ্রেস সাংসদ দীপিন্দর সিং হুডা। একইসঙ্গে, আত্মবিশ্বাসী সুরে জানালেন, এবার এই রাজ্যে সরকার গড়বে কংগ্রেসই।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে হরিয়ানা জুড়ে জোরকদমে চলছে প্রচার পর্ব। জিন্দ জেলার উচানা কালান বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ব্রিজেন্দ্র সিং। তাঁর সমর্থনে স্থানীয় ছাতার গ্রামে একটি জনসভার আয়োজন করা হয়।
সেই জনসভায় ভাষণ দেওয়ার সময়েই চাঁচাছোলা ভাষায় বিজেপিকে নিশানা করেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, বিজেপির প্রতারণার জবাব দেওয়ার মোক্ষম সময় এসে গিয়েছে। বিজেপির বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে শাসনের নামে শোষণেরও অভিযোগ তোলেন হুডা।
তিনি বলেন, ২০১৪ ও ২০১৯-এর নির্বাচনের পর বিজেপি হরিয়ানার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাদের সরকার গত ১০ বছরে রাজ্যবাসীর প্রতি করা প্রতিশ্রুতিগুলি পালন করেনি। এবার রাজ্যের মানুষই এর যোগ্য জবাব দেবে।
কংগ্রেস সাংসদ বলেন, বিজেপিকে যদি পরাস্ত করতে হয়, তাহলে কংগ্রেসই একমাত্র বিকল্প। অন্য কোনও দলের প্রার্থী বা কোনও নির্দল প্রার্থীকে ভোটে জিতিয়ে লাভ নেই। কারণ, তাঁরা বিজেপির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে জনমত অর্জন করা সত্ত্বেও নির্বাচনের পর কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার জন্য অনৈতিকভাবে সেই বিজেপির সঙ্গেই হাত মেলান।
দীপিন্দর সিং হুডা বলেন, আগেরবারই বিজেপিকে পরাস্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন হরিয়ানার ভোটাররা। কিন্তু, দুষ্যন্ত চৌটালা (জেজেপি নেতা) এবং নির্দল প্রার্থীরা মানুষের সঙ্গে প্রতারণা করেছিলেন। তার ফলেই বিজেপি রাজ্যে সরকার গড়তে সমর্থ হয়েছিল।
কংগ্রেস সাংসদের আরও অভিযোগ, লোকসভা নির্বাচনের ঠিক আগেই বিজেপি এবং জেজেপি তাদের জোট ভেঙে দেয়। কারণ, তারা বুঝতে পেরেছিল, মানুষ তাদের বিপক্ষে চলে গিয়েছে। যার জেরে নেতৃত্বেও বদল আনতে হয় দুই পক্ষকে। আর এবার মানুষ রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটিয়ে তাদের সঙ্গে ঘটা প্রতারণার জবাব দেবে বলেও আশাপ্রকাশ করেছেন দীপিন্দর সিং হুডা।
হুডার বক্তব্য, বিজেপি রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদ থেকে দুষ্যন্ত চৌটালাকে অপসারিত করতে বাধ্য হয়েছে। কারণ, তাদের জোটের দুর্নীতি ফাঁস হয়ে গিয়েছে।
কংগ্রেস সাংসদের অভিযোগ, ২০২৪-এর আসন্ন বিধানসভা নির্বাচনেও রাজ্যবাসীকে প্রতারণা করার ছক কষছে বিজেপি। গত ১০ বছরের বিজেপির শাসনে হরিয়ানা ধ্বংস হয়ে গিয়েছে বলেও তোপ দেগেছেন হুডা।
তাঁর বক্তব্য, একটা সময় ছিল, যখন হরিয়ানা উন্নত ও সমৃদ্ধ রাজ্য হিসাবে পরিচিত ছিল। কিন্তু, বিজেপি জমানায় হরিয়ানায় যা যা বেড়েছে, সেগুলি হল - বেকারত্ব, অপরাধ, মাদক সেবন এবং মূল্যবৃদ্ধি।
হুডা বলেন, এবারের নির্বাচনে জয়যুক্ত হয়ে কংগ্রেস হরিয়ানায় সরকার গঠন করলেই, সর্বাগ্রে সরকারি খালি পদগুলিতে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হবে। যাতে যুব সমাজের আর্থিক সমৃদ্ধি ঘটে এবং তাদের হাত ধরেই রাজ্যেও সমৃদ্ধি ফেরে।
কংগ্রেস ক্ষমতায় ফিরলে মহালক্ষ্মী প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের ২ হাজার টাকার আর্থিক সহযোগিতা এবং ভর্তুকি মূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন কংগ্রেস সাংসদ। এছাড়াও, প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদেরও ৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানান তিনি।