বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress MP Dies during Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো' যাত্রায় রাহুলে পাশে হাঁটতে হাঁটতেই প্রয়াত জলন্ধরের কংগ্রেস সাংসদ

Congress MP Dies during Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো' যাত্রায় রাহুলে পাশে হাঁটতে হাঁটতেই প্রয়াত জলন্ধরের কংগ্রেস সাংসদ

প্রয়াত জলন্ধরের কংগ্রেস সাংসদ

মৃত্যুকালে সন্তোক সিংয়ের বয়স হয়েছিল ৭৬ হছর। কংগ্রেস সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে প্রাণ হারালেন পঞ্জাবের কংগ্রেস সাংসদ সন্তোক সিং চৌধুরী। জানা গিয়েছে, রাহুল গান্ধীর পাশে হাঁটতে হাঁটতে আচমকাই হৃদস্পন্দন বেড়ে যায় কংগ্রেস সাংসদের। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাহুল গান্ধী নিজে হাসপাতালে পৌঁছে যান। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সন্তোককে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে সন্তোক সিংয়ের বয়স হয়েছিল ৭৬ হছর। কংগ্রেস সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। টুইট বার্তায় মান লেখেন, ‘জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোক সিং চৌধুরীর অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’ (আরও পড়ুন: জোশীমঠের ধসের মাঝেই এবার কেঁপে উঠল উত্তর ভারতের এই পাহাড়ি রাজ্য)

জানা গিয়েছে, আজ সকালে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ফিল্লৌর দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন সন্তোক। অ্যাম্বুলেন্সে করে তাঁকে 'ভির্ক' নামক স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই। তবে তাঁকে আর বাঁচানো যায়নি। এদিকে সন্তোকের মৃত্যুর পরই যাত্রা বন্ধ করে দেওয়া হয়। সন্তোর জলন্ধরের সাংসদ ছিলেন। এর আগে পঞ্জাব সরকারের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। পেশায় আইনজীবী সন্তোক ২০১৪ এবং ২০১৯ সালে জলন্ধর আসন থেকে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। ফিল্লৌরে আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। এই ঠান্ডার মধ্যেই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা জারি থেকেছে। আগামী ৩০ জানুয়ারি শেষ হবে ভারত জোড়ো যাত্রা। প্রসঙ্গত, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। তারপর থেকে এই পদযাত্রা তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা হয়ে কাশ্মীরে পৌঁছবে এই যাত্রা। মোট ১২টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে গিয়েছে এই যাত্রা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন