বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌আপনি ওনাকে বরখাস্ত করুন’‌, তৃণমূলকে সমর্থন করে শমীকের বিরুদ্ধে গর্জে উঠলেন খাড়গে

‘‌আপনি ওনাকে বরখাস্ত করুন’‌, তৃণমূলকে সমর্থন করে শমীকের বিরুদ্ধে গর্জে উঠলেন খাড়গে

কংগ্রেস সাংসদ তথা সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। (PTI)

রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যাও কম। তার উপর এমন জোরাল দাবি তোলেন খাড়গে। যদিও বরখাস্ত করা হয়নি শমীক ভট্টাচার্যকে। কদিন আগে অধীর চৌধুরীর সঙ্গে খাড়গে প্রতারণা করেছেন বলে অভিযোগ তোলেন শমীক। আর অধীরবাবুকে বিজেপিতে যোগ দিতে আহ্বান করেন। তা নিয়ে আলোচনা শুরু হয়। তখনই বাধা দিতে থাকেন সাংসদ শমীক ভট্টাচার্য।

ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ আছে। সেটা লোকসভা এবং রাজ্যসভাতে বারবার বুঝিয়ে দেন জোটের সাংসদরা। প্রত্যেকটি ইস্যুতে এনডিএ সরকারকে চেপে ধরছে ইন্ডিয়া জোটের সাংসদরা। সেটা বিপুল পরিমাণ খরচ করে তৈরি হওয়া সংসদ ভবন চুঁইয়ে জল পড়া থেকে শুরু করে কেন্দ্রীয় বাজেটে অবিজেপি রাজ্যগুলিকে বঞ্চনা নিয়েও। এবার বঙ্গ– বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সাংসদ তথা সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর এই দাবিতে আওয়াজ তুলে পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের।

এই দারুণ কক্ষ সমন্বয়ে বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। কারণ বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি লোকসভা নির্বাচনে। বরং ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে বিপুল আসন জয় করে। সেখানে বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা যখন নানা ইস্যুতে এনডিএ সরকারকে চেপে ধরছিল তখন বারবার তাঁদের বাধা দিয়েছেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য বলে অভিযোগ। এই অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। আর তার জেরেই শমীক ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেন কংগ্রেস সাংসদ। বিরোধীদের মধ্যে তৃণমূল কংগ্রেস এখন তৃতীয় বৃহত্তম দল। আর তার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভাল।

আরও পড়ুন:‌ বাংলাজুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিল, জরুরি বৈঠক নবান্নে

ওইদিন তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভায় ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ সিংয়ের কাছে নোটিশ এনেছিলেন। তা নিয়ে আলোচনা শুরু হয়। আর তখনই বাধা দিতে থাকেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘‌নিয়ম অনুযায়ী, প্রত্যেক সাংসদের কথা বলার অধিকার আছে সংসদে। যখন কেউ একজন চেষ্টা করছেন নিজের বক্তব্য তুলে ধরতে, তখন অন্য একজন লাগাতার বাধা দিয়ে যাচ্ছেন। আপনি ওনাকে বরখাস্ত করুন।’‌ খাড়গের এই রণংদেহী মেজাজে চাপে পড়ে যায় বিজেপি।

রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যাও কম। তার উপর এমন জোরাল দাবি তোলেন খাড়গে। যদিও বরখাস্ত করা হয়নি শমীক ভট্টাচার্যকে। কদিন আগে অধীর চৌধুরীর সঙ্গে খাড়গে প্রতারণা করেছেন বলে অভিযোগ তোলেন শমীক। আর অধীরবাবুকে বিজেপিতে যোগ দিতে আহ্বান করেন। আর এবার মল্লিকর্জুন খাড়গের এমন দাবি নিয়ে শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘‌আমি সেটাই অনুসরণ করেছি যেটা সংসদে স্বাভাবিক অভ্যাস। আমি বাধা দিয়েছি তৃণমূল কংগ্রেস সাংসদকে ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে। তবে আমি অবাক হয়েছি খাড়গেজি গর্জে উঠলেন, অথচ তৃণমূল কংগ্রেস সাংসদরা শান্তই ছিলেন।’‌

পরবর্তী খবর

Latest News

শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া অতিরিক্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার দাবি শান্তর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.