রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি দলের তরফে জম্মু ও কাশ্মীর ইস্যু তোলার ঘটনার মোক্ষম জবাব দিয়ে দিলেন কংগ্রেসের সাংসদ রাজীব শুক্লা। রাষ্ট্রসংঘের মঞ্চ থেকেই তিনি পাকিস্তানকে কার্যত জম্মু ও কাশ্মীর ইস্যুতে গণতন্ত্র নিয়ে বড় পাঠ পড়িয়ে দিয়ে দিয়েছেন। শুক্লা বলেছেন যে পাকিস্তানের প্রতিনিধি দল ক্রমাগত কাশ্মীর ইস্যু তুলে ধরে এবং মিথ্যা তথ্য ছড়ায়, যদিও এর কোনও বাস্তবতা নেই।
পাকিস্তানকে টার্গেট করে রাজীব শুক্লার সাফ কথা, 'ওই প্রতিনিধি দল (পাকিস্তানের প্রতিনিধি দল) এই মঞ্চকে ফের ব্যবহার করে মিথ্যা আর ভ্রান্ত কথা ছড়াচ্ছে। ভ্রান্ত তথ্য ছড়ানো এই প্রতিনিধি দলের অভ্যাস।' রাজীব শুক্লার সাফ বার্তা, একই মাপদণ্ডে রেখে এই প্রতিনিধি দলের বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে মাপার প্রবণতা রয়েছে। আপ সেই নিরিখে পাকিস্তানকে খোঁচা দিয়ে রাজীব শুক্লার দাবি,' আমি স্পষ্ট করেই বলতে চাই। আসল গণতন্ত্রগুলি কার্যকরি হয় অন্যরকমভাবে। জম্মু ও কাশ্মীরের মানুষ রেকর্ড নম্বরে ভোট দিয়েছেন সদ্য সমাপ্ত ভোট পর্বে যা নিরপেক্ষ ও স্বচ্ছ্ব হয়েছে। কোনও ধরনের ভুয়ো তথ্য বাস্তব সত্যকে পাল্টাতে পারবেনা।'
ইউএনজিএর ফের্থ কমিটির বিতর্ক সভায় অংশ নেন ভারতের কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা। সেখানেই গণতন্ত্র ইস্যু থেকে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছেন তিনি। শুক্লা বলেন,'আমি এই প্রতিনিধিদলকে তাদের বিভাজনধর্মী রাজনৈতিক এজেন্ডার জন্য এটি ব্যবহার না করে এই ফোরামে আরও গঠনমূলকভাবে জড়িত হওয়ার আহ্বান জানাচ্ছি।' তিনি সাফ বলেন,'ভুল তথ্যের বিরুদ্ধে অভিযানে ভারত জাতিসংঘকে সমর্থন অব্যাহত রাখবে'।
উল্লেখ্য, গত মাসেই জম্মু ও কাশ্মীরে ভোট পর্ব শেষ হয়েছে। সেখানে নব নির্বাচিত সরকার এসেছে। ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা সেখানের মুখ্যমন্ত্রী পদে বসেছেন। সেই জায়গা থেকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কার্যত তুলোধনা করেছেন কংগ্রেসের সাংসদ। এদিকে, ইতিমধ্যেই পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি শিবিরের হানায় রক্তাক্ত ভূস্বর্গ। গত কয়েক সপ্তাহে একের পর এক হামলা হয়েছে সাধারণ নাগরিকদের উপর। এদিকে, পাল্টা হামলা চালিয়েছে সেনা বাহিনীও। সদ্য লস্কর ই তৈবার এক কমান্ডারকে নিকেশ করেছে ফোর্স।