বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress on Recession: 'কী লুকোচ্ছেন মোদী?' মন্দা নিয়ে BJP মন্ত্রীর বিস্ফোরক দাবি ঘিরে উঠল প্রশ্ন

Congress on Recession: 'কী লুকোচ্ছেন মোদী?' মন্দা নিয়ে BJP মন্ত্রীর বিস্ফোরক দাবি ঘিরে উঠল প্রশ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নারায়ণ রানের পূর্বাভাস, 'জুন মাসের পর থেকে যে মন্দার আঘাত আসবে, তাতে যাতে ভারতে প্রভাব না পড়ে, সেই বিষয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রী চেষ্টা চালাচ্ছেন। আমজনতা যেন এতে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে নজর রাখা হবে।'

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে দাবি করেন যে ভারতে জুন মাসের পর মন্দা আসতে পারে। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার কেন্দ্রীয় সরকাররে বিরুদ্ধে সরব হল কংগ্রেস। এই নিয়ে একটি টুইট করে মোদী সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (কমিউনিকেশনস) জয়রাম রমেশ। টুইট বার্তায় রমেশ লেখেন, '২০১৪ সাল থেকে নষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে। সেই মন্ত্রকের মন্ত্রী নারায়ণ রানে দাবি করেছেন যে আগামী ছয় মাসে ভারতে মন্দা আসছে। পুণেতে জি২০-র একটি সভার আগে তিনি এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দেশের থেকে কী লুকোচ্ছেন?' (আরও পড়ুন: 'ভোটের আশা না করেই মুসলিমদের কাছে পৌঁছে যান', বিজেপি কর্মীদের আহ্বান মোদীর)

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। ব্রিটেন, আমেরিকার মতো দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচের চাপে নাজেহাল দশা আম জনতার। তবে ভারতের নাগরিক জীবনে এখনও সেই ধরনের অন্ধকার ঘনিয়ে আসেনি। তবে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রী নারায়ণ রানের পূর্বাভাস, 'জুন মাসের পর থেকে যে মন্দার আঘাত আসবে, তাতে যাতে ভারতে প্রভাব না পড়ে, সেই বিষয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রী চেষ্টা চালাচ্ছেন। আমজনতা যেন এতে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে নজর রাখা হবে।' তিনি আরও বলেন, 'আমরা মন্ত্রিসভায় আছি। ফলে এই বিষয়ে আমাদের কাছে তথ্য থাকে (অর্থনৈতিক মন্দা সম্পর্কে)। প্রধানমন্ত্রীও আমাদের পরামর্শ দেন।' জি২০-র 'ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ' সম্মেলনের উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন নারায়ণ রানে।

বর্তমানে বিশ্বের তাবড় দেশগুলি মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। কোভিডকালে ভারতের সংকুচিত অর্থনীতি প্রসঙ্গে এই বিশ্ব মন্দাই 'ঢাল' হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য। এর আগে কোভিডকালে প্রথমবার ভারতীয় অর্থনীতি মন্দার সাক্ষী ছিল। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এই আবহে কেন্দ্রের তরফে বারবারই ব্রিটেন, আমেরিকার উদাহরণ তুলে নিজেদের 'সাফল্য' তুলে ধরার চেষ্টা করা হয়। তবে এরই মাঝে মন্দা নিয়ে নারায়ণ রানের এহেন মন্তব্য অস্বস্তিতে ফেলবে বিজেপিকে। কংগ্রেসও তাই এই নিয়ে এবার সরব হতে চলেছে। জুন মাসে সত্যি সত্যি দেশে মন্দা এলে আগামী লোকসভা নির্বাচনে যে তার প্রভাব পড়তে পারে, তা বলাই বাহুল্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন রাজনৈতিক পরিচয়ে এলে ঢুকতে দেব না, BJP-সিপিএমের আশায় পড়ল জল, এবার রাজভবন অভিযান তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.